ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পাবনায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ ফেব্রুয়ারি ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুজানগর-পাবনা সড়কের নলদায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার শানিকদিয়ার নেয়ামতউল্লাহপুর গ্রামের গোলজার সরদারের ছেলে ও টাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাবনা সদর থানার পুলিশ জানায়, শিক্ষক দেলোয়ার হোসেন শহর থেকে মোটরসাইকেল কর্মস্থল টাটিপাড়া স্কুলে যাচ্ছিলেন। তিনি পাবনা-সুজানগর সড়কের নলদায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন ও মাথা থেকে প্রচ- রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভালুকায় দাদা-নাতনি নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতনি নিহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের মৃত আলতাফ আলী ম-লের ছেলে আব্দুর রহমান ম-ল (৬৫) তার ছেলে কামরুল ইসলামের শিশুকন্যা উর্মীকে (২০ মাস) কোলে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ময়মনসিংহগামী মাছের ড্রামভর্তি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান ম-ল ও ভালুকা হাসপাতালে নেয়ার পর তার নাতনি উর্মী মারা যায়। মীরসরাইয়ে কলেজছাত্র সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে বাড়ি ফেরার পথে পিকআপচাপায় কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র জিয়া উদ্দিন শাহীন (২২) ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের নুরুল মোস্তফার ছেলে। শাহিন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সে একটি মোটরসাইকেলের পেছনে বসে বাড়ির দিকে যাচ্ছিল। পথে জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ইছামতি এলাকায় এলে হঠাৎ সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা রড়-সিমেন্ট বোঝাই একটি পিকআপ তাকে চাপা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে যাওয়া হয়। ফরিদপুরে আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর শহরতলীর কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে মোটরসাইকেল আরোহী হাফেজ মাহফুজ হোসেন খান (৩২) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক জলিল খান আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বোয়ালমারীতে শ্রমিক সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গান্দপুর এলাকায় মিনিট্রাকের চাপায় জুট মিল শ্রমিক আয়ুব আলী ফকির (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আয়ুব আলী রামচন্দ্রপুর গ্রামের মোসলেম ফকিরের ছেলে। বৃহস্পতিবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সে প্রতিদিনের মতো তার কর্মস্থল উপজেলার কলারণ গ্রামে অবস্থিত গোল্ডেন এইচ জুট মিলে যাওয়ার জন্য বাড়ির সামনে বোয়ালমারী-মাঝকান্দি সড়কের পাশে নছিমনের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এ সময় একটি মিনিট্রাক তাকে চাপা দেয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
×