ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে

প্রকাশিত: ০৩:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খাদ্যে বিষক্রিয়ার আক্রান্ত হয়ে তিন শিশুসহ একই পরিবারের ১২ জন ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাদের এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তারা সকলে ওই উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের কৃষক আব্দুল সাত্তারের ছেলে মেয়ে, পুত্রবধূ ও নাতিনাতনি। আক্রান্তরা হলোÑ ছবি আক্তার, সিদ্দিকুর রহমান, গোলাম রাব্বানী, আব্দুল হাই, ফরিদুল ইসলাম, ফাহিম, আব্দুল সাদিক, রুমা আক্তার, মিনা আক্তার, জিহাদ, জবেদা বেগম। আক্রান্তরা সকলেই আব্দুস সাত্তারের ছেলে মেয়ে, পুত্রবধূ ও নাতি নাতনি। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম বলেন, মঙ্গলবার রাতের রান্না করা তরকারি দিয়ে বুধবার দুপুরে পরিবারের ১২ জন ভাত খেয়েছিলেন। ওইদিন সন্ধ্যার সবাই অসুস্থ হয়ে পড়ে। ডিমলা হাসপাতালের কর্মরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ অনুপ কুমার রায় বলেন, খাদ্যের বিষক্রিয়ার কারণে তারা উদরাময় (পেটের পীড়া) রোগে আক্রান্ত হয়। রাতেই তাদের চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজন সুস্থ হয়ে উঠায় বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল হতে ছেড়ে দেয়া হয়। এখন ৮ চিকিৎসাধীন রয়েছে। ৫ ইউনিয়ন ভিক্ষুকমুক্ত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৯ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫টি ইউনিয়নকে বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন ৫টি খলিষাকু-ি, মথুরাপুর, মরিচা, পিয়ারপুর ও ফিলিপনগর। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সকল ইউনিয়নের ভিক্ষুকদের ডেকে তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতিসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে ভিক্ষাবৃত্তি থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবমহিলা লীগের উদ্যোগে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তন পরিষদে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় ৪০ জন মহিলাকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা প্রমুখ।
×