ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী কর্মকর্তাদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৩:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী কর্মকর্তাদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদমর্যাদার চার কর্মকর্তাসহ জড়িত কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় শিক্ষার্থীরা। এ সময় বলা হয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। সর্বশেষ গত ৩০ ও ৩১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের গরু বলে স্ট্যাটাস দিলে ক্যাম্পাসে লাঠি মিছিল বের করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর আগে এহসান হাবীবের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার আফরোজা সুলতানা ও আমিনুল ইসলাম গত বছরের ১৬ আগস্ট ও ১০ সেপ্টেম্বর আলাদা স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে। জামায়াত-শিবিরপন্থী এসব কর্মকর্তার অপকর্মের ঘটনায় ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন বিক্ষোভ মিছিল আর সমাবেশে উত্তাল। বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব (৪০), রেজিস্ট্রার আমিনুল ইসলাম (৫০), সহকারী রেজিস্ট্রার আফরোজা সুলতানা (৩৮) ও আমিনুল ইসলাম (৪০) বিশ্ববিদ্যালয়ের এই চার রেজিস্ট্রারের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ব্যাপারে নির্বিকার বলে অভিযোগ করা সম্মেলনে। এতে বক্তব্য রাখেন মাহফুজুর রাজ্জাক অনিক। এ সময় সাব্বির হোসেন, জাকারিয়া, আফাজ উদ্দিন ও অমিত দেবনাথসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে প্রেসক্লাব হল রুমে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
×