ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে নাভিধসা ও ছত্রাক আক্রান্ত আলু ক্ষেত

প্রকাশিত: ০৩:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

কুড়িগ্রামে নাভিধসা ও ছত্রাক আক্রান্ত আলু ক্ষেত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলায় আলু ক্ষেতে নাভিধসা ও ছত্রাক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠা-ায় আলু ক্ষেতগুলোতে বেড়েই চলেছে এ রোগের প্রকোপ। আলু ক্ষেতে ওষুধ ব্যবহার করেও কোন প্রতিকার না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার দূর্গারাম, হাড়িডাঙ্গা, উপনচৌকি, মেকুরটারীসহ শতাধিক আলু ক্ষেতের অধিকাংশ আলু ক্ষেত নাভিধসা ও ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছে। উপজেলার দূর্র্গারাম গ্রামের আরিফুল ইসলাম জানান, সাড়ে ৫ একর জমি লিজ নিয়ে এ্যাস্টারিজ ও ডায়মন্ড জাতের আলু চাষ করেছি। ফলন ভালই হয়েছিল কিন্তু হঠাৎ নাভিধসা রোগে আলু গাছের মড়ক শুরু হওয়ায় দুশ্চিন্তা হচ্ছে। একই গ্রামের আবু বক্কর জানান, নাভিধসা রোগ ও ছত্রাক গ্রাস করে ফেলেছে আলু ক্ষেত। প্রতিদিন স্প্রে করেও কাজ হচ্ছে না। পাশের হাড়িডাঙ্গা গ্রামের মোস্তাক আলী জানান, তার পুরো ক্ষেতের আলুগাছ মরে গেছে। এখন আলু চাষের ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন এনিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। দূর্গারাম গ্রামের রেজাউল হকের ৮ একর, এরশাদের ৫ একর, নজরুলের ২ একর জমির আলু ক্ষেতসহ আশপাশের অনেক আলু ক্ষেতেই নাভিধসা শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে রাজারহাট উপজেলার ছিনাই, ঘড়িয়ালডাঙ্গা, উমরমজিদ, নাজিমখা, বিদ্যানন্দ, চাকিরপশা ও রাজারহাট ইউনিয়নের শত শত একর আলু ক্ষেতে নাভিধসা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজারহাট উপজেলায় ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে আলু চাষ হয়েছে ২ হাজার ২০০ হেক্টর জমিতে। উপজেলার বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে নাভিধসা রোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায় জানান, আলু ক্ষেত রক্ষায় আমরা প্রতিদিন কৃষকদের পরামর্শ দিচ্ছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠা-ার প্রকোপ কমে গেলে এবং নিয়মিত আলু ক্ষেতে স্প্রে করলে এই রোগ সেরে যাবে।
×