ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাথর পরিবহনে ধর্মঘট, শ্রমিকরা বিপাকে

প্রকাশিত: ০৩:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পাথর পরিবহনে ধর্মঘট, শ্রমিকরা বিপাকে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুইপক্ষের মধ্যে চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে গত দু’দিন ধরে সিলেট-ভোলাগঞ্জ এবং কোম্পানীগঞ্জ-আমবাড়ী-ছাতক সড়কে অনির্দিষ্টকালের পাথর পরিবহন লোড-আনলোড ধর্মঘট চলছে। ট্রাক পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে পাথর শ্রমিক ইউনিয়ন, পাথর ব্যবসায়ী সমিতিসহ অপর তিনটি সংগঠন পাথর সরবরাহ (লোড-আনেলোড) বন্ধের ডাক দেয়। সিলেটের কোম্পানিগঞ্জে পাথর সংগ্রহ ব্যবসা ও পরিবহন নিয়ে চারটি সংগঠন সক্রিয় রয়েছে। সংগঠনগুলো হচ্ছে, উপজেলা স্টোন ক্রাসার মিল মালিক সমিতি, উপজেলা ট্রাক মালিক সমিতি, উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি ও উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। কোম্পানিগঞ্জ আমবাড়ি-ছাতক সড়ক মেরামতের নামে উত্তোলিত চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে চরম দ্বন্দ্বে লিপ্ত সংগঠনগুলো পাল্টাপাল্টি এ ধর্মঘটের ডাক দেয়। আর এ কারণে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সবকটি কোয়ারি এলাকার শ্রমিক ও দিনমজুররা বেকার হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। জানা গেছে, কোম্পানীগঞ্জ-আমবাড়ি-ছাতক সড়ক মেরামতের নামে গত কয়েক বছর ধরে ট্রাকপ্রতি ১শ’ টাকা করে চাঁদার আদায় করে আসছিল সংগঠনগুলো। বর্তমানে চাঁদার তহবিলে জমা পড়েছে প্রায় ২৩ লাখ টাকা। কাজ না করায় এ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও অপর তিনিটি সংগঠনের মধ্যে দেখা দেয় বিরোধ। ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি চারটি সংগঠনের মধ্যে সমান হারে টাকার ভাগ করে নেয়া। অপরদিকে উপজেলা স্টোন ক্রাসার মিল মালিক সমিতি, উপজেলা ট্রাক মালিক সমিতি ও উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি নামের তিন সংগঠন নেতৃবৃন্দ চাচ্ছেন ট্রাক শ্রমিক ইউনিয়নকে টাকা কম দিয়ে বাকি টাকা তাদের অপর তিন সংগঠনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়া। ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অসম ভাগ-বণ্টন প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদে তারা ট্রাক পরিবহন ধর্মঘট ডাক দেয়। তাদের ধর্মঘটের বিপরীতে অপর তিনটি সংগঠন পাথর সরবরাহ তথা লোড-আনলোড বন্ধে পাল্টা ধর্মঘটের ডাক দিলে ভেপালাগঞ্জ কোয়ারির পাথর ব্যবসা ও সরবরাহে অনির্দিষ্টকালের এ অচলাবস্থার সৃষ্টি হয়।
×