ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনএ টেস্টে শনাক্ত ট্যাম্পাকোর তিন শ্রমিকের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ০৮:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ডিএনএ টেস্টে শনাক্ত ট্যাম্পাকোর তিন শ্রমিকের মরদেহ হস্তান্তর

বাংলানিউজ ॥ টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকা-ে নিহত তিন শ্রমিকের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্যাম্পাকোর ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গত বছরের ১০ সেপ্টেম্বর। এতে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের মরদেহ প্রায় ৫ মাস ধরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছিল। ডিএনএ টেস্টের মাধ্যমে ওই ৯ জনের মধ্যে তিন শ্রমিকের পরিচয় শনাক্ত করার পর বুধবার বিকেল ৫টায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ছয়জনেরও ডিএনএ টেস্ট করা হলেও এখন পর্যন্ত পরিচয় অশনাক্ত থাকায় মরদেহগুলো মর্গে রয়েছে।
×