ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলার রায়

১৬ আসামির আপীল শুনানির জন্য হাইকোর্টে গৃহীত

প্রকাশিত: ০৮:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

১৬ আসামির আপীল শুনানির জন্য হাইকোর্টে গৃহীত

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে ১৬ আসামির করা আপীল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বেসরকারী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন খারিজ করেছে আপীল বিভাগ। একই সঙ্গে ৪০ বছরের পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে আর আইনজীবী হিসেবে কেউ সনদ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছে আপীল বিভাগ। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ কেন বাতিল ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীল শুনানির জন্য ১ মার্চ দিন নির্ধারণ করেছে আপীল বিভাগ। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের আপীল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য বুধবার এইসব আপীল গ্রহণ করেন। আইনজীবীরা জানিয়েছেন, এ মামলার পেপার বুক প্রস্তুতের পরই ডেথ রেফারেন্স ও এসব আপীলের ওপর শুনানি হাইকোর্টে শুরু হবে। সাত খুন মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদ- ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে দ- দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। হাইকোর্টের আদেশ বহাল ॥ বেসরকারী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আবেদন খারিজ করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ফলে দারুল ইহসানের কার্যক্রম বন্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্তর্ভুক্তিতে রুল ॥ মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ কেন বাতিল ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান, গাজীপুর জেলা প্রশাসকসহ ৬ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আঞ্চলিক পরিষদ ॥ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীল শুনানির জন্য ১ মার্চ দিন নির্ধারণ করেছে আপীল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
×