ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

ধর্মান্ধরা জনগণকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

প্রকাশিত: ০৮:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ধর্মান্ধরা জনগণকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের রাজনীতি করে না, তাদের রাজনীতিই হচ্ছে লুটপাট, দুর্নীতি, অগ্নিসন্ত্রাস করে শত শত মানুষকে হত্যা আর জঙ্গীবাদ সৃষ্টি। এরা লাশ ফেলতে আর মানুষের রক্ত চুষে খেতেই ভালবাসেন। দেশের জনগণ এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সরকারী দলের আ ক ম বাহাউদ্দীন, সাইমুন সরওয়ার কমল, ফরিদুল হক খান, এ্যাডভোকেট নাভানা আক্তার, বেগম ওয়াসিকা আয়শা খান, কামরুন নাহার চৌধুরী, এ্যাডভোকেট শামসুন্নাহার বেগম, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, স্বপন ভট্টাচার্য ও জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী। আলোচনায় অংশ নিয়ে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ধর্মকে ব্যবহার করে একটি অশুভ মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ধর্মান্ধরা জনগণকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু সচেতন দেশের জনগণ তাদের সেই ষড়যন্ত্র কোনদিনই বাস্তবায়িত হতে দেবে না। এ্যাডভোকেট নাভানা আক্তার বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া লাশ ফেলতে আর রক্ত চুষতে ভালবাসেন। তার জন্ম বাংলাদেশে নয়, ভারতের জলপাইগুড়িতে। যার এদেশে জন্ম না, তিনি এ দেশকে কিভাবে ভালবাসবেন। জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী বলেন, বিগত সময়ের মতো বিরোধীদল হিসেবে সংসদ বর্জন, অশ্লীল ভাষার ব্যবহার, ফাইল ছুড়াছুড়ি, ডেপুটি স্পীকারকে হামলা করে হত্যার রাজনীতি জাতীয় পার্টি করে না। আমরা সরকারের ভাল কাজের প্রশংসা করি, মন্দ কাজের সমালোচনা করি। শেখ হাসিনা পারেন না এমন কিছু নেই। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছেন, সমুদ্রসীমা জয় করেছেন, স্থল সীমানা চুক্তি করতে সক্ষম হয়েছেন। দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, সামাজিক-অর্থনীতিসহ সবসূচকে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেগম ওয়াসিকা আয়শা খান বলেন, রাষ্ট্রপতির ভাষণেই উঠে এসেছে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির মহাকাব্য। এই উন্নয়ন ও গতির চাকাকে স্তব্ধ করে দিতে নানা ষড়যন্ত্র চলছে। আ ক ম বাহাউদ্দীন বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নয়, নিজ কর্মগুণে আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। সাইমুন সরওয়ার কমল বলেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করে গেছে তিন ব্যক্তি। একজন মুসলিম লীগের খাজা নাজিম উদ্দিন, দ্বিতীয় খুনী মোশতাক আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান।
×