ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভূমিহীনদের পর্যায়ক্রমে আরও জমি দেয়া হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ভূমিহীনদের পর্যায়ক্রমে আরও জমি দেয়া হবে ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ভূমি প্রতিমন্ত্রী মোঃ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ওয়াদা বাংলাদেশে কোন ভূমিহীন থাকতে পারবে না। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ তারই একটি প্রতিফলন। শুধু এটুকু জমি দিয়েই আমরা কাজ শেষ করব না। পর্যায়ক্রমে সারাদেশে ভূমিহীনদের আরও জমি দেয়া হবে। তিনি বুধবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলার থানার মাঠে ‘খাস জমি বন্দোবস্ত প্রদানের দলিল হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং এনজিও অন্বেষণ বিক্রমপুর ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় থানার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপি, এনজিও মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ শাহিন আনাম, লৌহজং উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন, অন্বেষণের নির্বাহী পরিচালক মিতালী নুসরাত পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার স্বর্ণা, জেলা আলীগ নেতা তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।
×