ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আট বিচারপতিকে স্থায়ী করা হলো

প্রকাশিত: ০৭:৫১, ৯ ফেব্রুয়ারি ২০১৭

হাইকোর্টের আট বিচারপতিকে স্থায়ী করা হলো

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ৮ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ তাঁদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ দেন। দুই বছর পর তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত বিচারপতিগণ হলেন- বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মোঃ ইকবাল কবির, বিচারপতি মোঃ সেলিম এবং বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী। এই আট বিচারপতিসহ মোট ১০ জনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি। তাদের মধ্যে জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী গত ডিসেম্বরে মারা যান। এছাড়া সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার মোঃ ফরিদ আহমেদ শিবলীও ওই সময় বিচারপতি হিসেবে নিয়োগ পান। তবে স্থায়ী হওয়ার তালিকায় তার নাম নেই।
×