ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়র মিরুকে সাময়িক বহিষ্কার, চাকরি পেলেন নিহত শিমুলের স্ত্রী

প্রকাশিত: ০৭:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

মেয়র মিরুকে সাময়িক বহিষ্কার, চাকরি পেলেন নিহত শিমুলের স্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু। অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় নিজের অবস্থানকে দৃঢ় করা, গণবাহিনীর সাবেক সদস্য হালিমুল হক মিরুকে সংগঠনের গঠনতন্ত্র আদর্শ লক্ষ, নিয়মাবলিকে অমান্য করা ও শৃঙ্খলাবিরোধী ও সন্ত্রাসীমূলক কার্যকলাপের দায়ে তাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানানো হয়। এই পত্রটি ৮ ফেব্রুয়ারি শাহজাদপুর আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে পৌঁছে। স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপন সাংবাদিকদের জানান, ‘স্বাস্থ্য বিভাগের অধীনস্থ ও রাষ্ট্রায়ত্ত এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এ নিহতের স্ত্রী নুরুন্নাহারের নিয়োগপত্র হাতে পেয়েছি। শুক্রবার সকালে নিহতের স্ত্রী নুরুন্নাহারের হাতে আমি নিজে ওই নিয়োগপত্র পৌঁছে দেব।’
×