ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স, ব্যাংকি ও বিমা-২য় পত্র (ব্যাংকি ও বিমা), বিষয় কোড- ২৯৩;###;মোঃ মাহ্ ফুজুল হাসান (ডন)

দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

দ্বাদশ শ্রেণির পড়াশোনা

সহকারী অধ্যাপক শাহ্ নিয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল : ০১৭১৭-০০১০৮৫ ব্যাংকিং- প্রথম অধ্যায় ঃ ব্যাংক ব্যবসায়ের প্রাথমিক ধারণা (সৃজনশীল প্রশ্ন) ব্যাংকিং ও বিমা ক্লাসে পড়াতে গিয়ে জনাব হাসান বলেন, ব্যাংক একদল লোকের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং ঐ আমানত থেকে অন্যকে ঋণ বা ধার দেয়। অর্থাৎ ব্যাংক ধার করা অর্থের ধারক। একটি দেশের অর্থনৈতিক ও ব্যবসায় বাণিজ্যের সাফল্য অর্জনে ব্যাংকের গুরুত্ব অপরিসীম। প্রশ্ন ঃ (ক) ব্যাংক কী? উত্তর ঃ অর্থ সংরক্ষণ, ঋণদান এবং বিনিময় ইত্যাদি কার্যে নিয়োজিত প্রতিষ্ঠান হলো ব্যাংক। প্রশ্ন ঃ (খ) শাখা ব্যাংক বলতে কি বুঝ? উত্তর ঃ যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রিয় বা প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কাজ করা হয় তাকে শাখা ব্যাংক বলে। শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশে-বিদেশের বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠিত করে আমানত সংগ্রহ করে। ফলে আর্থিক সামর্থ্য বেশী থাকে। প্রশ্ন ঃ (গ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর। উত্তর ঃ ব্যাংক ছাড়া যেমন অর্থের সহজ ও নিরাপদ লেনদেন অসম্ভব তেমনি ব্যাংককে বাদ দিয়ে শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক ক্রিয়াকলাপও অকল্পনীয়। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টির দ্বারা আমাদের দেশের অর্থনীতিতে উখেযোগ্য ভূমিকা রাখছে। জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠন করার মাধ্যমেও অবদান রাখছে। অভ্যন্তরীণ বাণিজ্যে অর্থের নিরাপদ সংরক্ষণ, স্থানান্তর ও দেনা-পাওনা নিষ্পত্তি, তথ্য সরবরাহ ও উপদেশ দানের মাধ্যমে ভূমিকা রাখছে। আবার বৈদেশিক বাণিজ্যের উন্নয়নেও ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। শিল্প, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নেও ব্যাংকগুলো সাহায্য করে। প্রয়োজনে সরকারকে ঋণ দান করে। আবার সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব মূলত দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো পালন করে। ফলে আমাদের জীবনযাত্রার মান হচ্ছে উন্নত। প্রশ্ন ঃ (ঘ) ‘ব্যাংক ধার করা অর্থের ধারক’ উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। উত্তর ঃ উদ্দীপকে জনাব হাসান বলেছেন, ব্যাংক একদল লোকের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ওই অর্থ অন্যকে ধার দেয়। তার কথার সারমর্ম প্রশ্নে উল্লিখিত উক্তিটির যথার্থতা বোঝা যায়। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে। এর মাধ্যমে একদিকে সে নিজে যেমন ঋণী হয়, তেমনি অন্যকে ঋণ দেওয়ার মাধ্যমে নিজেকে ঋণদাতা হিসেবে প্রকাশ করে। এ ক্ষেত্রে এটা স্পষ্ট যে, আমানত গ্রহণের ফলে ব্যাংক প্রথমে ঋণগ্রহীতা এবং পরে ঋণদানের মাধ্যমে ঋণদাতা হিসেবে নিজেকে ঋণের ব্যবসায়ী বা ধারক হিসেবে মেলে ধরে। এছাড়া ব্যাংকের কার্যাবলি হতেও এ বিষয়টি লক্ষ করা যায় যে, একটি মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে ব্যাংক অল্প সুদে বিভিন্ন পক্ষের কাছ থেকে নগদ অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ওই আমানতের অর্থ অধিক সুদে অন্যকে ধার দেওয়ার মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলে। সর্বপরি বলা যায় ব্যাংক ধার করা অর্থের ধারক। ১। আধুনিক ব্যাংকের অন্যতম মূলনীতি কোনটি? ক) আমানত গ্রহণ খ) তারল্য রক্ষা গ) ঋণদান ঘ) নোট ইস্যু করা ২। “বেসেল-২” কী? ক) ঝুঁকি পরিমাপ যন্ত্র খ) হিসাব খোলার নিয়ম গ) আন্তর্জাতিক সমঝোতা স্মারক ঘ) সামাজিক কারবারী ৩। ব্যাংক হল একটি- আর্থিক প্রতিষ্ঠান রর) মধ্যস্থ ব্যবসায়ী ররর) সামাজিক কারবারী নিচের কোনটি সঠিক- ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪। ব্যাংকের পূর্বসূরী হলো- র) স্বর্ণকার রর) মহাজন ররর) অব্যবসায়ী নিচের কোনটি সঠিক- ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫। ব্যাংক কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে? ক) ঋণ দানের মাধ্যমে খ) সম্পদের সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে গ) নোট ইস্যুর মাধ্যমে ঘ) সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ৬। বৈদেশিক বাণিজ্যের যাবতীয় লেনদেন নিষ্পত্তি হয়- ক) বীমার মাধ্যমে খ) ব্যাংকের মাধ্যমে গ) ভোক্তার মাধ্যমে ঘ) যৌথ কোম্পানীর মাধ্যমে ৭। ব্যাংক কীভাবে অর্থ সংগ্রহ করে- ক) মুদ্রাস্ফিতির মাধ্যমে খ) বিনিয়োগ করে গ) বিভিন্ন হিসাবের মাধ্যমে ঘ) মুদ্রাসংকোচন করে ৮। একটি মাত্র শাখা নিয়ে গঠিত ব্যাংককে বলে- ক) একক ব্যাংক খ) শাখা ব্যাংক গ) চেইন ব্যাংক ঘ) গ্রুপ ব্যাংক ৯। ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের পরিসমাপ্তি ঘটে- গ্রাহক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকলে রর) গ্রাহক যথা নিয়মে ব্যাংক হিসাব বন্ধ করলে ররর) গ্রাহক দেউলিয়া ঘোষিত হলে নিচের কোনটি সঠিক- ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০। যে আদেশের কারণে ব্যাংক গ্রাহকের হিসাব বন্ধ করে- ক) তারল্য আদেশ খ) গারনিশি আদেশ গ) বাজারজাতকরণ আদেশ ঘ) প্রতিযোগিতামূলক আদেশ উত্তর ঃ (১) খ, (২) গ, (৩) ক, (৪) ক, (৫) ঘ, (৬) খ, (৭) গ, (৮) ক, (৯) গ, (১০) খ
×