ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভারতের পুরো দলই হুমকি’

প্রকাশিত: ০৬:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

‘ভারতের পুরো দলই হুমকি’

স্পোর্টস রিপোর্টার হায়দরাবাদ থেকে ॥ সবাই শুধু ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে নাচে। ভারত এখন যে টেস্টে এক নম্বর দল, সেটিতো আর এই দুইজনের নৈপুণ্য দিয়ে নয়। দল ঐক্যবদ্ধ খেলছে বলেই তো এমন দল হতে পেরেছে ভারত। বুধবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের সামনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম যেন এভাবেই কথাগুলো বলতে চাইলেন। কোহলি ও অশ্বিনকে নিয়ে যখন প্রশ্ন করা হলো, তখন জানিয়ে দিলেন, ‘শুধু কোহলি ও অশ্বিন নয়, এখন ভারতের পুরো দলই হুমকি।’ হায়দরাবাদের উইকেট নিয়ে মুশফিক জানান, ‘ভারতের উইকেট নরম্যাল যেমন হয়, অনেকটা তেমনই টার্নিং। উইকেট অনেক হার্ড এবং টার্নিং। আমার দেখে মনে হয়েছে ব্যাটিংয়ের জন্য অনেক ভাল একটি উইকেট। এখানে পেস বোলাররাও শুরুতে হয়তো কিছুটা সাহায্য পাবে। এখানে স্পিনাররাও বাউন্স পাবে। দুইদিনের পর থেকে এখানে বেশি টার্ন করতে পারে। এটা ভাল উইকেট। এখন আমরা কিভাবে খেলি, কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেটা থাকবে।’ বাংলাদেশ বেশি টেস্ট খেলতে পারে না। এ বছর প্রচুর টেস্ট খেলবে। বিশেষ করে বিদেশের মাটিতে মুশফিক এ নিয়ে বলেন, ‘আমি ১১ বছর ধরে ক্রিকেট খেলছি। আমার ক্যারিয়ারে এমন মৌসুমের আগে আমি পাইনি। আপনারা জানেন, দুই আড়াই বছর পর বিদেশের মাটিতে আমরা টেস্ট খেলেছি। এটা কখনই একটা টেস্ট দলের জন্য কাম্য হতে পারে না। যে টিমকে সবাই বলছে টেস্ট খেলতে পারে না কিংবা জানে না; তাদের আপনারা খেলার সুযোগও দেবেন না, তাহলে কিভাবে বুঝতে পারবেন টিম উন্নতি করছে। আমার মনে হয় এই বছরটা যদি আমরা ভালভাবে খেলতে পারি। আমাদের যে সুযোগটা এসেছে, সেটা কাজে লাগাতে আমরা কঠিন চেষ্টা করব। আমরা যেন আমাদের পক্ষে রেজাল্ট আনতে পারি। টেস্ট ক্রিকেট এমন একটি খেলা, যেখানেই আপনি খেলেন না কেন, এরচেয়ে বড় অভিজ্ঞতা আর কোথাও থেকে পাওয়া সম্ভব নয়। বাংলাদেশ দল আরও বেশি উন্নতি করবে যখন তারা আরও বেশি টেস্ট খেলতে পারবে।’ ভারত এখন টেস্টে এক নাম্বার দল। সেই দলের দুই সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দল এবং কোহলি ও অশ্বিনকে নিয়ে প্রশ্ন করতেই মুশফিকের জবাব, ‘নাম্বার ওয়ান টেস্ট দল হওয়া বড় কথা নয়। এখানে বিরাট কোহলি বলেন আর (রবিচন্দ্রন) অশ্বিন বলেন তারা অনেক বড় এবং অনেক উঁঁচু মাপের ক্রিকেটার। তারা দুইজন ভাল করাতেই যে দল জিতে গেছে সেটা নয়। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ বলেন অনেকেই কিন্তু দারুণ পারফর্মেন্স করেছে। পুজারা ও লোকেশ রাহুল অসাধারণ পারফর্মেন্স করেছে সেখানে। তাদের পেস বোলারদের যখন ব্রেক থ্রো দেয়ার দরকার ছিল তারা দিয়েছে। হয়তো ৫-৬ উইকেট পায়নি। কিন্তু অবদান রেখেছে। নাম্বার ওয়ান টেস্ট টিম হিসেবে ভারতের সবচেয়ে বড় অর্জন এটাই। দল হিসেবে তারা খেলছে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভারতের মিডল অর্ডার ও লেট মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ভাল খেলে গেছে। আমার মনে হয় না ধারাবাহিকভাবে এটা কেউ করতে পারে। আমার মনে হয় দুইজনই (কোহলি ও অশ্বিন) নয়, পুরো দলই একটা থ্রেট (হুমকি)। কারণ ভারতে খেলা। বিরাট কোহলি অনেক ভাল ফর্মে আছে। সেক্ষেত্রে সে আমাদের জন্য বড় থ্রেট। আমাদের বিপক্ষে টেস্ট জিততে হলে আমাদের ২০টি উইকেট নিতে হবে। আমরা যদি অশ্বিনকে ভালভাবে খেলতে পারি, তাহলে এটা তারজন্য অনেক কঠিন হবে। সেদিক থেকে বলতে গেলে দুইজনই আমার কাছে বড় থ্রেট।’ মুশফিকের কথা শেষ হতেই কোচ হাতুরাসিংহে জানান, ‘আমাদের প্রথম ইনিংস ভাল হয়। দ্বিতীয় ইনিংস খারাপ হয়। এটা সমস্যা। ব্যাটসম্যানরা বেশি রান করতে পারছে না। এটাও সমস্যা। তবে তা থেকে বের হওয়া সম্ভব। আমাদের দলটি অনেক ভাল। ভারতকে আমরা ওয়ানডে সিরিজে হারিয়েছি। আমাদের ভাল বোলারও আছে। ভারত নাম্বার ওয়ান দল। তা নিয়ে আমাদের ফোকাস নেই। আমরা নিজেদের খেলা কিভাবে ভাল করতে পারি, সেদিকেই মনোযোগী।’
×