ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনের স্ট্রালিওন এফসির বদলে আসবে কিরগিজস্তানের এএফসি আলগা;###;শেখ কামাল ফুটবল

আবারও বিদেশী দল পরিবর্তন

প্রকাশিত: ০৬:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

আবারও বিদেশী দল পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় আসর। এবারের আসরে পাঁচ বিদেশী ক্লাব দলের সঙ্গে অংশ নেবে তিন দেশীয় ক্লাব। ২০১৫ সালে চট্টগ্রামে শুরু প্রথম আসরে অনেক বাধা-বিপত্তি পোহাতে হয় আয়োজকদের। ভুলত্রুটিও ছিল অনেক। অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের আসরটি আরও জাঁকজমকপূর্ণ করতে বদ্ধপরিকর আয়োজকরা। এবার প্রাইজমানির পরিমাণও বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার (গতবার ছিল ২৫ হাজার)। রানার্সআপ দল পাবে ১৫ হাজার ডলার (আগে ছিল ১০ হাজার ডলার)। প্রথম আসরে বেশ জাঁকজমকের সঙ্গেই অনুষ্ঠিত হয়েছিল সে আসরটি ব্যাপক জনপ্রিয় হলেও আয়োজকদের অনেক ধকলও পোহাতে হয়েছিল। সেটা বিদেশী বা অতিথি দলগুলোর নাম চূড়ান্ত করতে গিয়ে। সেবার অংশ নিয়েছিল দেশ-বিদেশের ছয়টি ক্লাব দল। তবে দ্বিতীয় আসরে দলের সংখ্যা দুটি বেড়েছে। ক’দিন আগে সাত দলের নামও প্রকাশ করা হয়েছিল। কিন্তু টুর্নামেন্টের সময় যতই এগিয়ে আসছে, ততই যেন অষ্টম দলটির নাম ঘোষণা নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। কারণ শ্রীলঙ্কার লীগ চ্যাম্পিয়নরা খেলতে রাজি হয়নি। বাফুফে গত রবিবার অষ্টম ক্লাব হিসেবে ফিলিপাইনের ক্লাব দল স্ট্রালিওন এফসি’র নাম ঘোষণা করলেও বুধবার আবার পাল্টে গেছে দৃশ্যপট। ফিলিপাইনের এ ক্লাবের বিকল্প পেতে বেশি দেরী হয়নি আয়োজকদের। জানা গেছে, কিরগিজস্তানের এএফসি আলগা এই টুর্নামেন্টে খেলতে রাজি আছে। এফসি আলগা ছাড়া অন্য চার বিদেশী দল হচ্ছে : দক্ষিণ কোরিয়ার এফসি পোয়েচন, নেপালের মানাং মারসিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমায়ি ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। আন্তর্জাতিক এ ক্লাব কাপ টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী। স্বাগতিক হিসেবে তারা লড়াই করবে এ আসরে। ঘরোয়া ফুটবলের লীগ চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ঢাকা আবাহনী লিমিটেড। আর ঐতিহ্যের মোড়কে ঢেকে থাকা ঢাকা মোহামেডানকেও আমন্ত্রণ জানান হয়েছে প্রতিযোগিতার ঔজ্জ্বলতা বাড়ানোর জন্য। উল্লেখ্য, এই টুর্নামেন্টে প্রতিটি দলই পাঁচ বিদেশী খেলোয়াড় দলে রেখে মাঠে সর্বোচ্চ চারজনকে খেলাতে পারবে। প্রতিটি দলই হবে ৩০ জনের, যার মধ্যে খেলোয়াড় সংখ্যা ২৩। এই আসর উপলক্ষে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হবে, যার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন বলে জানা গেছে বাফুফের একটি সূত্র থেকে। বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট গতবারের আগে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল সেই ১৯৮৯ সালে, ঢাকায়, প্রেসিডেন্ট গোল্ড কাপ। সেবার দক্ষিণ কোরিয়ার একটি ক্লাবকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ ‘লাল’ দল।
×