ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড- টু’র প্রস্তুতি

জিমিদের কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

জিমিদের কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-২’কে সামনে রেখে সাভারের জিরানির বিকেএসপিতে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভিসা সংক্রান্ত কারণে জার্মান কোচ অলিভার কার্টজ না থাকায় দেশী কোচ মাহবুব হারুনের অধীনেই চলছে দু’বেলা অনুশীলন। এদিকে দীর্ঘমেয়াদী অনুশীলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দেয়ার অঙ্গীকার দলের খেলোয়াড়দের। দেশের হকিতে এখন বইছে স্বস্তির সুবাতাস। এএইচএফ কাপের সফল মিশন শেষে রোমান-রানাদের পরবর্তী লক্ষ্যÑ মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু। যেখানে বিশ্বের সব শীর্ষ র‌্যাঙ্কিংয়ের দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে কার্টজের শিষ্যরা। এএইচএফ কাপের আগে এই বিকেএসপিতেই তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় দল। ফলÑ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল-সবুজররা। এবার ওয়ার্ল্ড হকি লীগের আসরকে সামনে রেখে ২৮ খেলোয়াড় নিয়ে মাসব্যাপী চলা কন্ডিশনিং ক্যাম্প শেষ হবে আজ বৃহস্পতিবার। এরপর সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করবেন জিমি-চয়নরা। এদিকে আগামী সেপ্টেম্বরে ঢাকায় হতে হওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত ক্যাম্প চালু রাখার দাবি দলের খেলোয়াড়দের। সেই সঙ্গে স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু’র বাধা পেরুতে চান নিলয়-আশরাফুলরা। ভাল পারফর্মেন্সের জন্য মাঠের খেলার পাশাপাশি গুরুত্ব দিতে হবে শারীরিক ফিটনেসকে, এমনটাই মনে করেন দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া ফিজিক্যাল ট্রেনার। আগামী ৪ মার্চ কানাডার পরিবর্তে খেলতে আসা মালয়েশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড হকি লীগে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল। টুর্নামেন্টটা খুব হাই লেভেলের। বাংলাদেশের লক্ষ্য থাকবে ভাল খেলার এবং থার্ড রাউন্ড কোয়ালিফাই করার।
×