ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাসমান মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ভাসমান মানববন্ধন

মাঝেমধ্যেই অনেক ধরনের বিশ্বরেকর্ড হয়। এবার আর্জেন্টিনায় হলো ভিন্ন এক বিশ্বরেকর্ড। এপেকুয়েন হ্রদের লবণাক্ত পানিতে মোট এক হাজার ৯৪১ জন লোক ভাসমান অবস্থায় একে অন্যের হাত ধরে গড়ে তোলে নতুন এক বিশ্বরেকর্ড। গিনেস বুকে এ রেকর্ড তালিকাভুক্ত হয়। রেকর্ড গড়ার আগে অনেক মানুষ জমা হয় ওই লেকের পাড়ে। অংশগ্রহণকারীদের জন্য শর্ত ছিল-একে অপরের হাত ধরা অবস্থায় ৩০ সেকেন্ড ভেসে থাকতে হবে পানিতে। এর আগের রেকর্ডটি ২০১৪ সালে হয়েছিল তাইওয়ানের সান মুন লেকে। ওই সময় ৯৫০ জন মানুষ একসঙ্গে হাতে হাত ধরে ভেসেছিল। তখন অবশ্য ভেসে থাকার সামগ্রী ব্যবহার করতে হয়েছিল অংশগ্রহণকারীদের। তবে এবার এপেকুয়েন লেকের পানি যেহেতু লবণাক্ত, তাই ভেসে থাকার সামগ্রী ব্যবহার করতে হয়নি। এমনিতেই সবাই ভেসেছিল পানিতে। -স্কাই নিউজ অবলম্বনে।
×