ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় ॥ এসআইর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় ॥ এসআইর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মিথ্যে মামলায় জড়িয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগে নগরীর কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর রূপাতলী খান সড়ক এলাকার মৃত আবুল হাসেম মৃধার পুত্র রিপন মৃধা। আদালতের বিচারক মোঃ আলী হোসাইন মামলাটি তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। এজাহারে জানা গেছে, বাদী রিপন মৃধা ও মামলার ১ নম্বর সাক্ষী আফজাল হোসেন, ২ নম্বর সাক্ষী রিপন আকন জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। মামলার একমাত্র নামধারী আসামি কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ মহিউদ্দিন সম্প্রতি মামলার বাদিসহ এক ও দুই নম্বর সাক্ষীকে মিথ্যা মামলায় জড়িয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করে। কিন্তু বাদীসহ মামলার দুই সাক্ষী টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৯ অক্টোবর আসামি মহিউদ্দিন মামলার সাক্ষী আফজাল হোসেনকে জোরপূর্বক থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করে মিথ্যে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। পাশাপাশি ২০১৬ সালের ২৭ অক্টোবর মামলার দুই নম্বর সাক্ষী রিপন আকনকে থানায় নিয়ে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে মামলার বাদী ও দুই সাক্ষীকে ক্রসফায়ারের ঘটনা সাজিয়ে খুন করাও হুমকি দেয়া হয়। এতে ভয় পেয়ে বাদী ও সাক্ষীদ্বয়কে গত ২৯ অক্টোবর আসামির কথামতো আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে বাধ্য করা হয়। অভিযোগে আরও জানা গেছে, আসামির নির্যাতনে বাদীসহ এক ও দুই নম্বর সাক্ষী অসুস্থ হয়ে জেলখানার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে বুধবার এ মামলাটি দায়ের করেন মোঃ রিপন মৃধা। যেখানে এসআই মহিউদ্দিন ছাড়াও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি মামলায় রূপাতলী এলাকার ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
×