ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়

প্রকাশিত: ০৫:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে বুধবার এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে মহানগরীতে। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এ সভায় নাসিম বলেন, ‘ইলেকশনের রেফারি নিযুক্ত হয়েছে, রাষ্ট্রপতি দক্ষ নির্বাচন কমিশন গঠন করেছেন। সুতরাং আমার বিশ্বাস সব দল নির্বাচনে অংশ নেবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে সব দল অংশ নেবে। শেখ হাসিনার নেতৃত্বে এ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা থাকবে। ইলেকশন কমিশনের কাজ কী-এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনী আইন মেনে কাজ করা। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি অহেতুক কথা বলে। তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়। এটা তাদের কৌশল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ।
×