ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এডিবির ৬ বিলিয়ন ডলার ঋণ পাইপলাইনে আছে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

এডিবির ৬ বিলিয়ন ডলার ঋণ পাইপলাইনে আছে ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার বিষয়টি পাইপলাইনে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, নিয়মিত ঋণের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের জন্য এডিবি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অনানুষ্ঠানিক ঋণ পাওয়া যাবে। গত বছর ৮১৩ মিলিয়ন ডলার এডিবি থেকে ঋণ সহায়তা পাওয়া গেছে। চলতি বছরও একই পরিমাণ ঋণ পাওয়া যাবে বলে আশা করছি। একই সঙ্গে কয়েকটি প্রকল্পের জন্য বাড়তি কিছু অনানুষ্ঠানিক ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিবি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। এরপর অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন। ওই সময় এডিবির ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং, বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট তার বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে এ অঞ্চলে এসেছেন। এরই অংশ হিসেবে তিনি ঢাকা সফর করছেন। তার সঙ্গে এডিবির অর্থায়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও এডিবির কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার বিষয়টিও পাইপলাইনে আছে। তিনি বলেন, তাদের অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর। এটা কেবল শুরু হয়েছে। তবে সংস্থাটি থেকে আমাদের ঋণ সহায়তার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে-এ বছরে তা পূরণ হবে বলে আশা করছি। অর্থমন্ত্রী বলেন, এডিবির ডিসবার্সমেন্ট ভাল। গত বছর ৮১৩ মিলিয়ন ডলার ছাড় হয়েছে, এখন পাইপলাইনে প্রায় ছয় বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আছে। তবে ঋণ ছাড়ের এই হার আরেকটু বাড়ানো উচিত। উই ওয়ান্ট টু মেইনটেইন দিস স্ট্যান্ডার্ড। তিনি বলেন, এডিবির কিছু ন্যাশনাল এ্যালোকেশন আছে, আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গেও করি। তাদের সঙ্গেও করি। উই অলওয়েজ এক্সিড দিজ ন্যাশনাল এ্যালোকেশন। আগামীতে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পে এডিবি ঋণ দেবে। সরকারের পক্ষ থেকে যাচাই-বাচাই করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
×