ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী

৭ মার্চ রাষ্ট্রপক্ষের আপীল শুনানিতে ১২ এ্যামিকাস কিউরি নিয়োগ

প্রকাশিত: ০৫:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

৭ মার্চ রাষ্ট্রপক্ষের আপীল শুনানিতে ১২ এ্যামিকাস কিউরি নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীলের শুনানিতে ১২ জনকে এ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আগামী ৭ মার্চ এর শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত বক্তব্য দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের করা ৮ সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীপক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। ১২ এ্যামিকাস কিউরি হলেন সাবেক বিচারপতি টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, এ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুইয়া, ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও এ্যাডভোকেট এম আই ফারুকী। সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় প্রকাশের পর তা চূড়ান্ত নিষ্পত্তির জন্য রিট আবেদনকারীপক্ষে গতবছর ২৮ নবেম্বর আপীল বিভাগে আবেদন করা হয়। পরদিন আপীল বিভাগ ওই আবেদনের ওপর ৫ জানুয়ারি শুনানির দিন ছিল। ওইদিন রাষ্ট্রপক্ষ চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করে। আদালত ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে। এ অবস্থায় বুধবার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ আবারও সময়ের আবেদন করে। এ অবস্থায় শুনানির শুরুতেই এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের রায় অনেক বড়। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরসঙ্গে অনেক আইনী বিষয় জড়িত। তাই শুনানির প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। এজন্য আট সপ্তাহ সময় প্রয়োজন। আদালত বলে, দেশের বিচার বিভাগের জন্য আইন থাকবে না? আইন করার জন্য আপনারাই তো অস্থির হয়ে গেলেন। এখন আবার পেছনে চলে যাচ্ছেন। সময় চাচ্ছেন। আপনারা কি ২০১৭ পার করতে চান? এ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের প্রস্তুতির জন্য সময় দরকার। এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির কোন আইন নেই। তাই এটা তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এ পর্যায়ে আদালত বলে, আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি। আমরা এটি বেশিদিন শুনব না। লিখিতভাবে যুক্তিতর্ক দাখিল করতে হবে। এ্যাটর্নি বলেন, আট সপ্তাহ সময় প্রয়োজন। প্রস্তুতির জন্য সময় দরকার। এক সপ্তাহে হবে না। আদালত বলে, হাইকোর্টে আপনারা শুনানি করেছেন। সব আপনার জানা। তাই আপনি লিখিতভাবে যুক্তিতর্ক দাখিল করবেন। আপনারা (উভয়পক্ষ) এক ঘণ্টা করে শুনানি করবেন। আর আমরা এ্যামিকাস কিউরির বক্তব্য শুনব ১২ সিনিয়র আইনজীবীকে এ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিচ্ছি। তারাও লিখিতভাবে তাদের বক্তব্য দাখিল করবেন। তাদের বক্তব্য ১০ মিনিট করে শুনব। এ পর্যায়ে আদালত ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে।
×