ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন সিনেটে বিল পাসের সমূহ সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ আত্মীয় নেয়ার রীতি বিলুপ্ত হচ্ছে!

প্রকাশিত: ০৫:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ আত্মীয় নেয়ার রীতি বিলুপ্ত হচ্ছে!

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারীদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে ভিসা দেয়ার ওপর কড়াকড়ি আরোপ এবং বার্ষিক ৫০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দানের বিধি সীমিত করার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার হার অর্ধেকে নামিয়ে আনার বিল উঠল মার্কিন সিনেটে। ৭ ফেব্রুয়ারি আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন এবং জর্জিয়ার রিপাবলিকান সিনেটর ডেভিড পারডিউ এই বিল উত্থাপন করেন। নাগরিকত্ব গ্রহণকারীরা শুধু তাদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানকে যুক্তরাষ্ট্রে আনতে পারবেনÑএমন প্রস্তাব দেয়া হয়েছে। ল্যাটিনো এবং এশিয়ান-আমেরিকানদের টার্গেট করেই এ বিল উত্থাপন করা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। কারণ, আইরিশ, জার্মান এবং ইতালিয়ানরা অনেক আগেই তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রে এনেছেন। এই বিলে ডিভি লটারিও স্থায়ীভাবে বিলুপ্তির কথা রয়েছে। সিনেটর টম কটন এ বিলের যুক্তি উপস্থাপনকালে বলেন, ‘যখনই কেউ ইমিগ্র্যান্ট-ভিসায় যুক্তরাষ্ট্রে ঢোকেন, তখনোই গ্রীনকার্ড হাতে পান। এরপরই স্বামী-স্ত্রী, মা-বাবা এবং সেই সূত্রে ঘনিষ্ঠ সকলকে বৈধভাবেই যুক্তরাষ্ট্রে আনার পথ সুগম হয়। আমি মনে করি, এমন ব্যবস্থা আমেরিকান শ্রমিক-কর্মচারীর জন্য কোনভাবেই শুভ নয়।’ এ বিল পাসের সমূহ সম্ভাবনা রয়েছে বলে রিপাবলিকান-সম্পৃক্তরা আশা করছেন। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কর্মকা-ে সারা যুক্তরাষ্ট্রে যখন তুমুল বিক্ষোভের পাশাপাশি আইনগত লড়াই চলছে, তেমনি সময়ে এ বিল গোটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করল বলে মন্তব্য করেছেন ‘ইমিগ্রেশন লিগ্যাল রিসোর্স সেন্টার’র এ্যাটর্নি মার্ক সিলভারম্যান। তিনি বলেন, ‘এহেন নন-আমেরিকান কর্মকা- চলতে থাকলে একদিন হয়তো ওরা স্ট্যাচু অব লিবার্টিও উচ্ছেদ করবে। সিটিজেনশিপ গ্রহণকারীদের সবকিছু কেড়ে নিতে চাইবে।’ ইউএস সুপ্রীমকোর্টের এ্যাটর্নি মঈন চৌধুরী এবং ইমিগ্রেশন বিষয়ক প্রখ্যাত এ্যাটর্নি অশোক কর্মকার পৃথক পৃথকভাবে এ সংবাদদাতার কাছে রিপাবলিকানদের এহেন কর্মকা-ের কঠোর সমালোচনা করে বলেন, ‘অথচ এই যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে অভিবাসীদের রক্ত-ঘামে। যুক্তরাষ্ট্রের সংবিধানেও অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করা হয়েছে।’ এই দুই আইনজীবী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বছরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয় দেয়ার মধ্য দিয়ে রিপাবলিকানদের এহেন কর্মকা-ের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানান।’ অশ্বেতাঙ্গরা যাতে কোনভাবেই যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম না হয়, সে জন্যই রিপাবলিকানরা এহেন নন-আমেরিকান পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ করেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার। তিনি বলেন, ‘অমানবিক আচরণের স্থায়িত্ব খুবই স্বল্প। ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকানরা যা করছে, তার অবসান খুব দ্রুত ঘটবে প্রকৃতির নিয়মেই।’ পারিবারিক কোটায় আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়ায় ইতোমধ্যে ধীরগতি শুরু হয়েছে। এ অবস্থায় সিনেটের এ বিল পাস হলে বিপুলসংখ্যক বাংলাদেশীসহ এশিয়ান, স্প্যানিশ এবং মধ্যপ্রাচ্যের লোকজনের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসতির প্রত্যাশা ধূলিসাৎ হয়ে যাবে বলে ইমিগ্রেশন এ্যাটর্নিরা জানান।
×