ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনমুখী দুই দল

প্রকাশিত: ০৫:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনমুখী দুই দল

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকাশ্যে নানা রাজনৈতিক ইস্যুতে বিতর্ক করলেও তাদের লক্ষ্য নির্বাচন। তাদের সকল কর্মকা- পরিচালিত হচ্ছে আগামী নির্বাচন ঘিরে। সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলেও প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে ধরে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তৃতীয় মেয়াদে নির্বাচনের ফল নিজেদের পক্ষে রাখতে ব্যাপক রাজনৈতিক কর্মকা- শুরু করতে যাচ্ছে দলটি। সরকারের উন্নয়ন কর্মকা-ের যথাযথ প্রচার, প্রার্থী বাছাইয়ে মাঠ জরিপ, নির্বাচনের ইশতেহার তৈরি এবং দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমেছে তারা। অন্যদিকে নির্বাচনের সময় পরিস্থিতি অনুকূলে রাখতে এক গুচ্ছ দাবি দাওয়া সামনে রাখলেও অন্তরালে ঘর গোছাচ্ছে বিএনপি। দলীয় মনোনয়নের জন্য তারা শুরু করেছে মাঠ জরিপ। চলছে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ। দুই দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে রিপোর্ট লিখেছেন বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী এবং সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম।
×