ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে আট দালাল দ-িত

প্রকাশিত: ০৫:৪২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে আট দালাল দ-িত

বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাজধানীর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২ ও ৩ এর অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদানসহ মোট ৪২টি মামলায় মোটরযান আইনে বিভিন্ন অপরাধে ৭২,৬০০/- টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১৩ এ অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এলাকায় অভিযান চালিয়ে মোঃ রতন (৩০), মোঃ সেলিম (৩৫), মোঃ জিয়াউল হক (২৫), মোঃ আশিক (২০) ও বাবুল (৫৫) নামে পাঁচ জন দালালকে বিভিন্ন মেয়াদে দ- প্রদান করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। যানবাহন সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি মামলায় ১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএ সার্কেল অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, মোঃ সুমন (৩০), মোঃ মাসুদ (৩৫), মোঃ আঃ রাজ্জাক (২৭) নামের তিন জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। একই আদালত উক্ত এলাকায় মোটরযান আইনে ১৭টি মামলা ৪৮ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে অপর একটি আদালত উত্তরা, দিয়াবাড়ি এ অবস্থিত বিআরটিএ’র ঢাকা মেট্রো-৩ সার্কেল অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনে ১৩টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে অপর একটি আদালত রাজধানীর তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনে ১৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে। -বিজ্ঞপ্তি
×