ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিয়া অরফানেজ মামলা

বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে খালেদার আবেদন

প্রকাশিত: ০৫:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে খালেদার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। হাইকোর্টে করা আবেদনের বিষয়টি বুধবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান। মামলাটি বর্তমানে রাজধানীর বকশীবাজারে অবস্থিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। আবেদনে মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আরজি জানানো হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার মামলাটি বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন খালেদার আইনজীবী। আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনে বলা হয়েছে, আদালতে আরও অনেক মামলা বিচারাধীন। সেসব মামলায় এক দেড় মাস পরপর দিন ধার্য করা হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কোন কোন সপ্তাহে দুইবার পর্যন্ত দিন ধার্য করা হচ্ছে। “এতে সাধারণ মানুষের মতো তিনি ন্যায়বিচার পাচ্ছেন না। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাড়াহুড়া করা হচ্ছে। ওই আদালতে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন না।” ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এমতাবস্থায় ওই আদালতে আমাদের আশঙ্কা ওই আদালতে ন্যায়বিচার পাব না। তাই এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছি। মামলার বিবরণী থেকে জানা যায়, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। তার পাচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তিন নম্বর বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
×