ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আখ চাষের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

আখ চাষের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার সকালে বাংলাদেশ শস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ট্রেনিং বিভাগে চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের অর্জন এবং ভবিষ্যত কর্মপন্থা চিনহিত করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মু. খলিলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএসআরআইয়ের গবেষণা বিভাগের পরিচালক ও পার্বত্য অঞ্চলস্থ পাহাড়ী প্রকল্পের পিডি ড. মোঃ আমজাদ হোসেন। বৃহত্তর রংপুর চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ইক্ষুচাষ প্রকল্পের পিডি ড. সমজিত কুমার পাল কর্মশালায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, মাহবুবুল হক দুদু, এসএম রাজা, স্বপন কুমার কু-ু, এসএম, ফজলুর রহমান, আব্দুল বাতেন ও ওহিদুজ্জামান টিপু। প্রধান অতিথির বক্তব্যে বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মু. খলিলুল রহমান বলেন, আখ চাষ দীর্ঘ মেয়াদী। আখ ১২ থেকে ১৪ মাস পর্যন্ত মাঠে রাখতে হয়। এতে চাষীরা লাভবান কম হয়। কম সময়ে বেশি আয়ের সুবিধার্থে সবজি ও ফিশারিজেও পৃথিবীতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ কারণে আখ চাষের পরিধি কমে গেছে। আখ চাষের বেশিরভাগ জমি ভুট্টা চাষের জন্য দখল হয়ে গেছে।
×