ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউসিবি’র নতুন ডিএমডি

প্রকাশিত: ০৫:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ইউসিবি’র নতুন ডিএমডি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীকে ডিএমডি পদে পদোন্নতি প্রদান করেছে। চৌধুরী আগস্ট ২০১১ সালে ইউসিবি’র ইভিপি ও সিএফও পদে যোগদান করেন। ব্যাংকে যোগদানের পূর্বে চৌধুরী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ; স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দুবাই এবং আল হিলাল ব্যাংক, আবুধাবিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কেপিএমজি ইন্টারন্যাশনালের সদস্য ফার্ম রহমান রহমান হক-এ কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩ কোম্পানির ৩৫ কোটি ২০ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হল: ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে অলেম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। বুধবার এ তিন কোম্পানির মোট ১১ লাখ ৯০ হাজার ৮৯০টি শেয়ার ৩ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ২০ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২২ হাজার ১১০টি শেয়ার ১ বার হাতবদল হয়, যার বাজার দর ১৪ লাখ ৮৮ হাজার টাকা। মালেক স্পিনিংয়ের ২৬ হাজার ৭৮০টি শেয়ার ১ বার হাতবদল হয়, যার বাজার দর ৫ লাখ ৩৩ হাজার টাকা।
×