ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষায় জাপান ৫০ কোটি ইয়েন অনুদান দিচ্ছে

প্রকাশিত: ০৫:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রাথমিক শিক্ষায় জাপান ৫০ কোটি ইয়েন অনুদান দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষার উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (পিইডিপি-৩) আওতায় এ অর্থ ব্যয় করা হবে। অনুদানের পরিমাণ হচ্ছে ৫০ কোটি জাপানী ইয়েন। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৩৭ কোটি ৫১ লাখ টাকা। এ উপলক্ষে বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে একটি অনুদান ও একটি বিনিময় নোট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকতা এবং বিনিময় নোটে স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে। চুক্তি স্বাক্ষর শেষে কাজী শফিকুল আযম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। নমনীয় ঋণ ছাড়াও বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। সেই সঙ্গে জাপানি ঋণ মওকুফ সহায়তা তহবিলের আওতায় জাপান বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে পরিবেশ সুরক্ষা এবং মানবসম্পদ খাত অন্যতম। মাসাতো ওয়াটানাবে বলেন, বাংলাদেশে জাইকার সহযোগিতার অন্যতম অগ্রাধিকার হলো শিক্ষা। তাই ধারাবাহিকভাবে এ খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জাইকা দীর্ঘদিন ধরে কাজ করছে। এ খাতে সহযোগিতার অংশ হিসেবে ইতোমধ্যেই প্রাথমিকের ২ কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণ নিয়েছেন ৫ হাজার শিক্ষক। পাশাপাশি স্কুলের অবকাঠামো সংস্কার করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, থার্ড প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মসূচীর আওতায় এর আগে ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে প্রতিবছর ৫০ কোটি জাপানী ইয়েন করে এবং ২০১৫ সালে ৪৯ কোটি জাপানী ইয়েনসহ মোট ১৯৯ কোটি ইয়েন অনুদান দেয়া হয়েছে।
×