ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা নেটওয়ার্কের কাট-অফ প্রাইস ৩৯ টাকা

প্রকাশিত: ০৫:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

আমরা নেটওয়ার্কের কাট-অফ প্রাইস ৩৯ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের কাট-অফ প্রাইস দাঁড়িয়েছে ৩৯ টাকা। এই দামে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার কেনার জন্য যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি শেষ হবে। নিলামে এই দর নির্ধারিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় এই নিলাম শেষ হয়েছে। গত রবিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম শুরু হয়। নির্ধারিত সময়ে ২৭২টি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। নিলামে সর্বোচ্চ ৪১ টাকা এবং সর্বনিম্ন ১২ টাকা পর্যন্ত দরপ্রস্তাব জমা পড়েছে। বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বাজারে আসছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করতে চায়। এই টাকা দিয়ে কোম্পানির বিএমআরই (আধুনিকায়ন), ডাটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফা হটস্পট প্রতিষ্ঠা করা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধ করবে। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত বিররণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২১ টাকা ৯৮ পয়সা। আর ৫ বছরের ইপিএসের গড় করলে হয় ২ টাকা ৫২ পয়সা। আর ৩০ জুন ২০১৬ সমাপ্ত নিরীক্ষিত হিসাব (৬ মাসের) অনুযায়ী ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আর এনএভি হয়েছে ২৩ টাকা ৬৬ পয়সা। আইডিএলসির বোনাস শেয়ার বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানির রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির রাইট আবেদন চলে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯০তম সভায় এ রাইটের অনুমোদন দেয়া হয়। কমিশন ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন দেয়। এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) ইস্যু করে। এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে; তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে।
×