ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার ছাত্রদল কর্মীর কারাদ-

প্রকাশিত: ০৫:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৭

চার ছাত্রদল কর্মীর কারাদ-

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি ॥ প্রায় ৫ বছর পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের কয়েক নেতাকে ঢাকার সিএমএম আদালতে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষুব্ধ কর্মীদের দোকানপাট ভাংচুর ও ত্রাস সৃষ্টির মামলায় ছাত্রদলের ৪ কর্মীকে ৩ বছর করে কারাদ- এবং তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলো- জাহিদ হাসাস, আরিফ হোসেন, হোসেন আলী, শামীম আলী। এদের মধ্যে শামীম আলী পলাতক রয়েছে। সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৪ নেতাকর্মীকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ রায় প্রদান করেন। জীববৈচিত্র্য বিষয়ক কর্মশালা বাকৃবি সংবাদদাতা ॥ বাড়ছে মানুষ পুড়ছে বন তৈরি হচ্ছে কৃষি জমি। অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশের বনজ সম্পদ খুব দ্রুতই হ্রাস পাচ্ছে সেই সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ধীরে ধীরে এর বিরূপ প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনে। বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি কৃষি অনুষদের ডিন অধ্যাপক আবদুল কুদ্দুছ উপস্থিত ছিলেন।
×