ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আহত কৃষকের মৃত্যু ॥ ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

প্রকাশিত: ০৪:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে আহত কৃষকের মৃত্যু ॥ ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ও তার লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কৃষক দুলাল মিয়া (৫৫) মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলাল পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে। এদিকে কৃষক দুলালের মৃত্যু এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুলালের ছেলে আল-আমিন জানায়, উপজেলার চরদেহুন্দা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের সঙ্গে জায়গা ও ফিসারি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। গত বৃহস্পতিবার সকালে দেহুন্দা ফেরিঘাটের বউবাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবাকে (দুলাল) রাস্তায় আটক করে সোহরাব ও তার লোকজন। এ সময় তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দু’পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, তার ভাই সঞ্জু মিয়া ওরফে ছোট মিয়া, গোলাপ মিয়া, খেলু মিয়া ও তার ছেলে সাজু হোসেন শুভসহ ২২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অপরদিকে কৃষকের ওপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্রলীগ নেতার বাড়ি-ঘর ভাংচুর করেছে। আগুন লাগিয়ে একটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া সোহরাবসহ তার লোকজনের গ্রেফতার দাবিতে এলাকাবাসী উপজেলা সদরে বিক্ষোভ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু বলেন, কৃষক দুলালের দু’পায়ের রগ কাটার বিষয়টি ন্যক্কারজনক ঘটনা।
×