ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে মাদকের ছড়াছড়ি ॥ বাড়ছে অপরাধ

প্রকাশিত: ০৪:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে মাদকের ছড়াছড়ি ॥ বাড়ছে অপরাধ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ কিশোরগঞ্জে যুব সমাজের বিরাট একটা অংশ এখন মাদকাসক্তে জড়িয়ে পড়েছে। শুধু মাদকের টাকা যোগাড় করতে নেশায় আসক্তরা এখন জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকা-ে। গ্রাম-গঞ্জে প্রায়ই ঘটছে দিনদুপুরে চুরির ঘটনা। দিন দিন এ অবস্থা যেন বেড়েই চলেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ছাড়াও সমাজের উঠতি বয়সের অনেকে নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। অনেক অভিভাবক নেশায় আসক্ত সন্তানদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বলে গেছে। জানা গেছে, সন্ধ্যা নামলেই মাদকের আড্ডা বসে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে। সদরের লতিবাবাদ ইউনিয়নে, মহিনন্দ ইউনিয়নের ক্ষিরদা বাজার, শোলমারা, কাশোরারচর সরকারী প্রাথমিক স্কুলের শহীদ মিনার চত্বর, শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা, নগুয়া, বটতলা মোড়, কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকাসহ করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠানপাড়া এলাকায় রাতের বেলায় নেশাখোরদের আনাগোনা বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকদ্রব্য বিক্রির স্পটগুলোতে মাঝে মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করলেও কেবল সাক্ষীর অভাবে আইনের ফাঁকফোকরে তারা বেরিয়ে যায়। এরপর আবারও জড়িয়ে পড়ে।
×