ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষের পাশে দাঁড়ানোই যে সংগঠনের কাজ-

প্রকাশিত: ০৪:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

মানুষের পাশে দাঁড়ানোই যে সংগঠনের কাজ-

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ ফেব্রুয়ারি ॥ ‘গ্রাম উন্নয়ন সংগঠন’ শিক্ষিত বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই যে সংগঠনের কাজ। মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল শিরঘাটা-ধানচালা গ্রামের ৩০ শিক্ষিত বেকার যুবক এ সংগঠনটি গড়ে তুলেছেন। এই শিক্ষিত বেকার যুবকরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, মেয়ে বিয়ে ও দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। এ সংগঠনে রয়েছে একটি কমিটি। শিরঘাটা গাজী মার্কেটে একটি টিনের ঘরে তাদের রয়েছে একটি অফিস কক্ষ। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী সপ্তাহে দুদিন সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকেন। জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শিরঘাটা-ধানচালা গ্রামের পাঁচ বেকার যুবক শাহিন মিয়া, রুবেল মাহমুদ, পাপন মিয়া, আরিফুল ইসলাম ও হানিফ মিয়া গ্রাম উন্নয়ন সংগঠন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেন। গাজী মার্কেট নামে ওই গ্রামের একটি বাজারে টিনের ঘরের একটি কক্ষে অফিস নিয়ে সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন তারা। ওই পাঁচ যুবকের গ্রাম উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন বেকারদের এই গ্রাম উন্নয়ন সংগঠনে। বর্তমানে এই সংগঠনে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রাম উন্নয়ন সংগঠনের ৩০ বেকার যুবক ওই এলাকার ঢেউহাতলি থেকে লোকমান মাস্টারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন। সবার গায়ে পরা রয়েছে সংগঠনের নামে তৈরি গেঞ্জি। টুকরী, কোদাল, দা, খুনতি নিয়ে সবাই রাস্তা মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে সংগঠনের বেকার যুবকরা ওই এলাকার পেকুয়া-পাথরঘাটা রাস্তার ধানচালা থেকে ছিটমামুদপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার, তরফপুর আশ্রয়ণ প্রকল্প থেকে শিরঘাটা স্কুল মাঠ পর্যন্ত অর্ধকিলোমিটার, গাজী মার্কেট থেকে ধানচালা পর্যন্ত অর্ধকিলোমিটার, ঢেউহাতলী মসজিদ থেকে খেলার মাঠ পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শেষ করেছেন বলে জানা গেছে। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে তরফপুর ইউনিয়নে আরও পাঁচটি রাস্তার মেরামত শেষ করবে বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন।
×