ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে হস্তান্তরের আগেই কালভার্টে ফাটল

প্রকাশিত: ০৪:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে হস্তান্তরের আগেই কালভার্টে ফাটল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় হস্তান্তরের আগেই নির্মাণাধীন কালভার্টের এ্যাপ্রোচ মাটির ফিলিংয়ে ফাটল ধরে কালভার্ট ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর পুরান কালীবাড়ি থেকে উজিরপুরের কুড়ালিয়া রাস্তায় মন্মথ বৈষ্ণবের বাড়ির সামনের খালের ওপরের। জানা গেছে, এলজিইডি বিভাগ থেকে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে ওই খালের ওপরে বক্স কালভার্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করছে মেসার্স শরীফ এন্টারপ্রাইজ। স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করেন। এতে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে ঠিকাদার প্রভাব খাটিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। ফলে হস্তান্তরের আগেই বক্স কালভার্টের পূর্ব পাশের মাটি ধরে রাখার এ্যাপ্রোচ মাটির ফিলিং ফেটে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, ঠিকাদার এখনও কাজ এলজিইডিকে বুঝিয়ে দেননি। তাদের কাছ থেকে পুরো কাজ বুঝে নেয়া হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, সরেজমিন বক্স কালভার্টটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×