ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ট্রাক উল্টে নিহত ৪

প্রকাশিত: ০৪:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

সোনারগাঁয়ে ট্রাক উল্টে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁওয়ে আষাড়িয়ার চর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চার শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরা হলো- অনু হাওলাদার (২২), ওয়ায়দুল (২৬), আবু তাহের (২০) ও মোশারফ হোসেন (৩০)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর সাড়ে চারটায়। জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক সাদা কাগজ ভর্তি করে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের আষাড়িয়ার চর এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রুপের ফ্যাক্টরির উদ্দেশে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ভোর সাড়ে ৪টায় মেঘনাঘাট থেকে ফ্যাক্টরিতে যাওয়ার সময় আষাড়িয়ার চর সরু রাস্তা বাঁক ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা চার শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে আশপাশের লোকজন ও পুলিশ গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে। এ সময় আরও ৬ শ্রমিক আহত হয়। যশোরে দুই যুবক যশোর অফিস জানায়, পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। এরা হলো তৈয়েবুর চৌধুরী (২৮) ও আশানুর রহমান (২৫)। পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে যশোর শহরের আরএন রোডে জনতা ব্যাংক মহিলা শাখার সামনে দিয়ে মনিহার সিনেমা হলের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তৈয়েবুর চৌধুরী। এ সময় একটি ইজিবাইক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। অন্যদিকে শার্শা উপজেলার বসতপুর গ্রামে ট্রাকের ধাক্কায় আশানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে শার্শার গোঁগা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
×