ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

পুলিশের ওপর হামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করায় পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতার ছেলে ও তার দলবল। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ধরমপুর মোড়ে এ হামলার সময় পালিয়ে নিজেদের রক্ষা করেন পুলিশের কর্তব্যরত সদস্যরা। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানান দুর্গাপুর থানার ওসি রুহুল আলম। তিন বলেন, রাতে মাদকবিরোধী নিয়মিত টহলের দায়িত্বে ছিলেন দুর্গাপুর থানার এসআই আব্দুল রাজ্জাক। এ সময় তিনি ধরমপুর মোড়ের পাশে দুই মোটরসাইকেলের চার আরোহীকে তল্লাশি করে ছেড়ে দেন। এদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলুর ছেলে সুজনও (৩৫) ছিল। তল্লাশি শেষে তাদের ছেড়ে দেয়ার কিছুক্ষণ পর পুলিশ ধরমপুর মোড়ে গেলে তারা পুলিশের গাড়ির গতি রোধ করে। এ সময় আশরাফুল কবির বুলুর ছেলের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। তারা ইয়াবা বহন করছে এমন তথ্যর ভিত্তিতে তাদের তল্লাশি করা হয়েছিল বলে জানান ওসি রুহুল আলম। তবে যোগাযোগ করা হলে আশরাফুল কবির বুলু বলেন, পুলিশ ইয়াবা দিয়ে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটির সময় স্থানীয় লোকজনও ক্ষুব্ধ হন। এতে পুলিশ সেখান থেকে দ্রুত চলে যান। পুলিশের গাড়িতে কোন হামলার ঘটনা হয়নি বলে দাবি করেন বিএনপি নেতা আশরাফুল কবির বুলু। ওসি জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে। চাঁদা না দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় প্রতিপক্ষের লোকজন একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনায় ঘটে। আহত মনির হোসেন জানান, বেশকিছুদিন ধরে একই এলাকার এমারত মনির হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। মনির কোন ধরনের চাঁদা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এর জের ধরেই বুধবার সকালে এমারত, রহমান, মোবারক, সামসুল হক, সোরাব দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। মনির হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন মনি, হুমায়ন, আবেদ আলীকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আশ-পাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহত গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইট ও কয়লার ভাঁটি উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ ফেব্রুয়ারি ॥ পরিবেশের ভারসাম্য নষ্ট করায় নড়াইলে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাঁটি ও দুটি কয়লাভাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা ওমর হোসেনের ড্রাম চিপনি ভাঁটির ইট পোড়ানোর কারণে শিক্ষার্থীদের ক্ষতিসহ পরিবেশ নষ্ট হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ভাঁটিটি গুঁড়িয়ে দেয়। এছাড়া পার্শ্ববর্তী দুটি কাঠ দিয়ে কয়লা তৈরির দুটি ভাঁটিও গুঁড়িয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদফতর যশোরের উপ-পরিচালক আতাউর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত একটন জাটকা বিতরণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যাত্রীবাহী চারটি লঞ্চে তল্লাশি চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। বুধবার ভোর ৫টায় ‘এম ভি কর্নফুলী-৯’, ‘এম ভি ফারহান-৫’, ‘এম ভি দুলারচর-১’ ও ‘এম ভি রাসেল-৫’ যাত্রীবাহী লঞ্চ চারটি হতে মালিকবিহীন অবস্থায় প্রায় ১০০০ কেজি অবৈধ জাটকা আটক করে। উদ্ধারকৃত জাটকার মূল্য ৩ লাখ টাকা টাকা। কোস্টগার্ড পাগলা স্টেশনের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জাটকাগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তাসনিম জেবিন বিনতে শেখের কাছে হস্তান্তর করলে তিনি নারায়ণগঞ্জ জেলার ৩৫টি মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ ফেব্রুয়ারি ॥ কুয়াকাটা চৌরাস্তা থেকে বেড়িবাঁধের স্লোপের দুদিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযানের প্রথম দিনে বুধবার ১১২টি স্থাপনা উচ্ছেদ করে। আরও ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান। উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান নেতৃত্ব দেন। তাকে পুলিশ বাহিনী সহায়তা করে। মোঃ আবুল খায়ের আরও জানান, বেড়িবাঁধের ৪৮ নম্বর পোল্ডারের বেড়িবাঁধের দুদিকের সকল স্থাপনা অপসারণ করা হবে। তবে উচ্ছেদ হওয়া ক্ষুব্ধ ক্ষুদে ব্যবসায়ীরা জানান, তাদের হঠাৎ উচ্ছেদ করায় তারা উপার্জনহীন হয়ে গেছেন। ৪০ মণ জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ ফেব্রুয়ারি ॥ ৪০ মণ জাটকা, ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল এবং দুটি ট্রলারসহ ৪১ জেলেকে আটক করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস তিস্তা ও বিএনএস শাহমখদুম নিয়মিত টহলদানকালে মঙ্গলবার রাতে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ মোহনা থেকে জাটকাসহ এসব জেলেদের আটক করা হয়। মধ্যরাতে মাছ, জাল, ট্রলারসহ জেলেদের কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের ৯৫ হাজার টাকা জরিমানা করেন। থানা দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া উপজেলার আটটি ইউনিয়ন পরিষদসহ আছিমকে প্রশাসনিক থানা করার দাবি জানিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আছিম থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ দাবি জানায় স্থানীয় এলাকাবাসী। পরে এলাকাবাসী ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন শেষে ডিসি বরাবর স্মারকলিপি দেয়। এ সময় বক্তব্য রাখেনÑ প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, অবসরপ্রাপ্ত লে. কর্নেল জিএম আজিজুর রহমান ইকবাল, ডা. গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল মন্নাফ, শামসুল আলম বাবলু, সাইফুল ইসলাম কাজল, শামসুল হক ও বিল্লাল হোসেন। শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার মামলায় মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানান, গ্রেফতার শাহিনুজ্জামান শাহিন রাজশাহী মহানগরীর মতিহার থানার মোহনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র এবং কনফিডেন্স কোচিং সেন্টারের শিক্ষক। রাজাপুরে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৮ ফেব্রুয়ারি ॥ চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে দিয়ে আহত করার প্রতিবাদে রাজাপুর উপজেলায় কলেজ ছাত্রদের সড়ক অবরোধ কর্মসূচীতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিগোগ পাওয়া গেছে। এতে ছয় ছাত্র আহত হয়েছে। পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টাধাওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের সামনে রাজাপুর-ভান্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্র নাঈম মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুরে রাজাপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ৪ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের সুপারভাইজার ও হেলপার। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৪ ছাত্র। আর তার প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ কর্মসূচী পালনকালে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ৫০ দোকান-বাড়ি ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৮ ফেব্রুয়ারি ॥ হাটহাজারী পৌরসদর এলাকায় বুধবার বিকেলে অগ্নিকা-ের ঘটনা ঘটে। হাটহাজারী থানার পাশে সংঘটিত অগ্নিকা-ে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িসহ ৫০ প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ছাড়াও ফটিকছড়ি, রাউজান এবং মহানগরী থেকে আরও দুটি ফায়ার সার্ভিসের ইউনিট একযোগে এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ২৫ জন। স্থানীয় সূত্রগুলো জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা। এ অগ্নিকা-ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। মৌলভীবাজার চক্ষু শিবির উদ্বোধন নিজস্ব^ সংবাদদাতা, মৌলভীবাজার, ৮ ফেব্রুয়ারি ॥ জেলা শহরের পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ৫ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ১৭৫ জন ও নেত্রনালী (ডিনিআর) ৫২ জন রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। বুধবার সকাল ১০টায় এডুকেশন এ্যান্ড কেয়ার প্রজেক্টের সহযোগিতায় ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় চতুর্থ ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালত ফেনসিডিল উদ্ধারের ঘটনায় একটি মামলার রায়ে ইদ্রিস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। ১৮৮ বোতল ফেনসিডিল তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে মামলা দায়েরের পর বিচারিক আদালত এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামি ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২২ অক্টোবর নগরীর পলোগ্রাউন্ড এলাকার একটি পান সিগারেটের দোকান থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সিলেটে দ্রুত নদী খনন সম্পন্ন করার দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বাসিয়া নদীর সীমানা নির্ধারণের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে নদী খনন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’। বুধবার এক সংবাদ সম্মেলনে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহ্বায়ক ফজল খান বলেন, ঐতিহ্যবাহী খরশ্রোতা বাসিয়া নদী মানব সৃষ্ট দূষণের ফলে মরা নদীতে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ও মলমূত্র নদীতে ফেলে এবং চর দখল করে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। বিগত দিনে বাসিয়া নদীর প্রায় ১৮ কিলোমিটার খননের জন্য অর্থ বরাদ্দপূর্বক টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু ১৯৫৬ সালে এস এ রেকর্ড মোতাবেক নদীর সীমানা চিহ্নিত না করেই তড়িগড়ি করে শুধু নদীর তীর ঘেঁষে ঘাস পরিষ্কার করে খননেন নামে আত্মসাতের অপচেষ্টা করা হয়। এমতাবস্থায় ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’ আন্দোলন শুরু করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট শাহ শাহেদা, বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির সভাপতি মনির মিয়া, কমিশনার আনোয়ার মিয়া, নতুনবাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, কমিশনার এমদাদ হোসেন নাঈম প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে বারির শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটতে (বারি) এক শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে বুধবার নিহত হয়েছে। তার নাম আব্দুল বারেক (৪২)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। জানা যায়, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠের পানির পাম্প দুপুরে চালু করতে গিয়ে বারেক বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ইনস্টিটিউটের হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বারেক বারি’র খামার বিভাগে অদক্ষ (অনিয়মিত) ক্যাটাগরির শ্রমিক হিসেবে নিয়োগ পেলেও গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে প্রেষণে বারি’র উদ্ভিদ শারীরতত্ব বিভাগে কর্মরত রয়েছে। দেড় লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সাবরাং আছার বনিয়ায় অভিযান চালিয়ে চার কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে আছার বনিয়ার কেওড়াবনে অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। ও সময় ইয়াবা বিক্রেতারা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ৭ লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের বেসরকারী ক্লিনিক জেনারেল হাসপাতালকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন ব্যবহার ও অপারেশন থিয়েটারের অপরিচ্ছন্নতার দায়ে এ দ- দেয়া হয়েছে। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৮ ফেব্রুয়ারি ॥ পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সম্পাদক পদসহ ১৯টিতে বিজয়ী হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মাত্র ১টি সদস্য পদে লাভ করেছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপত্তির কারণে একটির ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীররাতে ঘোষণা করা হয়। নির্বাচনে সমন্বয় পরিষদের খান মোঃ আলাউদ্দিন সভাপতি এবং আহসানুল কবীর বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
×