ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই দিনব্যাপী তথ্যমেলা

প্রকাশিত: ০৪:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭

দুই দিনব্যাপী তথ্যমেলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ তথ্যই শক্তি- এই সেøাগানে বুধবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে। আয়োজক বগুড়ার সচেতন নাগরিক কমিটি (সনাক)। সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন। সকালে র‌্যালি, দুর্নীতিবিরোধী শোভাযাত্রার পর মিলনায়তন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, পারিবারিক শিক্ষা ও মানুষের বিবেক সকল অন্যায় প্রতিরোধ করতে শেখায়। আগামী ১০/১২ বছরের মধ্যে দেশ উন্নত বিশ্বের তালিকায় স্থান করে নেবে। সনাক সহসভাপতি অধ্যাপক নাসিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল আলম টুটুল, মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ। ৬৫ রকমের পিঠা প্রদর্শন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাঙালীয়ানায় সাজব সাজ, পিঠা উৎসবে মাতব আজ’- এ সেøাগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। পরে উপাচার্য বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। উৎসবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তৈরিকৃত ৬৫ রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
×