ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রী ও মায়ের ওপর হামলা

প্রকাশিত: ০৪:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রী ও মায়ের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ ফেব্রুয়ারি ॥ উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বখাটে ও তার পরিবারের লোকজন সংখ্যালঘু পরিবারের এক স্কুলছাত্রী ও তার মাকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামে। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ বুধবার সকালে বখাটে ফজর আলী ও তার মা মাজেদা বেগমকে আটক করেছে। অন্যদিকে আহত মা-মেয়েকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের রুপতু মিয়ার বখাটে ছেলে ফজর আলী মঙ্গলবার বিকেলে ওই এলাকার শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৪) বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে। ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরে ছাত্রীর মা তার মেয়েকে নিয়ে ফজর আলীর বাড়িতে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ফজর আলী ও তার মা মাজেদা বেগম মা-মেয়ের ওপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আটপাড়া থানার ওসি রমিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে ফজর আলী ও তার মা মাজেদা বেগমকে বুধবার সকালে আটক করা হয়েছে।
×