ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

রূপগঞ্জে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা সাইফুল ইসলাম নামে এক ইটভাঁটি ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের তাড়াইল এলাকায় ঘটে এ ঘটনা। আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম তাড়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। এছাড়া তিনি স্থানীয় কেবিসি ব্রিক্স ফিল্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতোই সহযোগী মামুন মিয়া ও আলমগীর হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ইটভাঁটির আমদানি ১২ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ১১টার দিকে ৫ থেকে ৬জন ছিনতাইকারী অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলটি গতিরোধ করে। এক পর্যায়ে ব্যবসায়ী সাইফুল ইসলামসহ সহযোগীদের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রথমে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে সঙ্গে থাকা ১২ লাখ টাকাও ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারী পালিয়ে যায়। সাইফুল ইসলাম আরও জানান, ছিনতাইকারীদের মধ্যে দু’জনকে তিনি চিনতে পেরেছেন। তারা হলো, পার্শ¦বতী বিরাব এলাকার সানাউল্লাহ সানুর ছেলে আলী হোসেন ও মজিবুর রহমানের ছেলে রকি। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-েরও অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী। এ ব্যাপারে রাতেই রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। নাসিরনগরে তা-ব ॥ আরও একজন গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদর বেনীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম সজীব চৌধুরী। সে এ মহল্লার জামাল মিয়ার পুত্র। পুলিশ জানায়, তাকে হিন্দু বাড়িতে আগুন দেয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে নাসিরনগর হামলার ঘটনায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের ছবির উপর শিবমূর্তি বসিয়ে পোস্ট দেয়া হয়। এ নিয়ে ২৯ অক্টেবর সেখানে তুলকালাম কা- বাঁধে। অন্তত ১৫টি মন্দির ও বেশ কয়েকটি হিন্দু বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এর পর ধারাবাহিক অগ্নিকা-ের ঘটনা ঘটে।
×