ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কাহালু উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। এরা হলো- কামাল শেখ দুলাল (৪৫) ও ইব্রাহিম আলী (৪১)। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় পুলিশের এএসআই ফিরোজ ও কনস্টেবল আব্দুল বারী আহত হয়। এ সময় পুলিশ সেখান থেকে মোজাম ফকির (৪৫) ও ইয়াকুব আলী (৪৮) নামে ডাকাতদলের আরও ২ সদস্যকে আটক করে। পুলিশের দাবি নিহতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। নিহত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি ডাকাতির মামলা রয়েছে। পুলিশ জানায়, গভীর রাতে কাহালুর পাঁচপীর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে রাত ১টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ২ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে আহত দুই ডাকাত সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে কাহালু থানার ওসি জানিয়েছেন।
×