ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিপিকে ঘুষখোর বলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

পিপিকে ঘুষখোর বলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ ফেব্রুয়ারি ॥ শেরপুরে এবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলুকে ‘ঘুষখোর‘ বলার অভিযোগে জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতিম-লীর সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু বাদী হয়ে শেরপুরের আমলী আদালতে ওই মামলাটি দায়ের করেন। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বাদীর জবানবন্দী গ্রহণ করে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। জানা যায়, ৪ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের রঘুনাথবাজার মোড়ে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার এক পর্যায়ে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা নালিতাবাড়ির এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে জেলা আওয়ামী লীগে স্থান না দেয়াটা ভাল হয়েছে বলে উল্লেখ করে বলেছেন, ‘তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপির দায়িত্বের নামে জেলায় সেরা ঘুষখোর হিসেবে পরিচিতি পেয়েছেন। এজন্য স্পেশাল পিপির পদ থেকেও তাকে অপসারণ করা প্রয়োজন।’ তার ওই বক্তব্য জনসম্মুখেসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ-প্রচার হওয়ায় গোলাম কিবরিয়া বুলুর রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
×