ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোড়াদহের মেলায় ৬৫ কেজির আইড় মাছ

প্রকাশিত: ০৪:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

পোড়াদহের মেলায় ৬৫ কেজির আইড় মাছ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গাড়িদহ নদী আর নেই। নদীর তীর শুধু একটি মেলার ঐতিহ্য টিকিয়ে রেখেছে। নাম বগুড়ার পোড়াদহের মেলা। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বে মহিষাবান গ্রামের নিথূয়া পাথারে প্রতি মাঘের শেষ বুধবার আয়োজন হয় একদিনের এই মেলা। এবারও হয়েছে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ মাছ। যমুনায় ধরা সব বড় মাছ আসে এ মেলায়। প্রায় ৬৫ কেজি ওজনের এক বাঘাড় মাছের দাম হাঁকা হয় এক লাখ টাকা। তবে শেষ পর্যন্ত কম দামেই বিক্রি হয়। দশ কেজি ওজনের এক মিষ্টি বিক্রি হয় তিন হাজার টাকায়। পোড়াদহের এই মেলা কয়েকশ’ বছরের। আশপাশের দশ গায়ের মানুষের কাছে এই মেলা মিলন বন্ধনের। দূর-দূরান্ত থেকে অনেক লোক আসে। বাড়িতে নাইওর আসে মেয়ে জামাই। মেলার বড় মাছ, নানা জাতের মিষ্টি কাঠের আসবাবপত্র ও মসলা বেচাকেনার খ্যাতি বহু যুগ ধরেই। বয়োজ্যেষ্ঠরা বলেনÑ বহু যুগ আগে গাড়িদহ নদী তীরে ছিল জোড়া বটবৃক্ষ। যার নিচে সাধু সন্ন্যাসীরা ধ্যানে বসতেন। কৌতূহলী লোকজন ভিড় জমাতো। মেলার আগের দিন রাতে শিবপূজা অর্চনা হতো। দোকানপাট বসতো। এভাবেই দিনে দিনে মেলার ব্যাপ্তি বেড়ে গিয়ে নামকরণ হয় পোড়াদহের মেলা। কালের আবর্তে সেই জোড়া বটবৃক্ষ আর নেই। নদী শুকিয়েছে সেই কবে। রেখে গেছে মেলার ঐতিহ্য। বড় মাছ, মুড়ি খাসরাই হুরুম জিলাপিসহ নানা পদের মিষ্টি আসে মেলায়। নাগরদোলা পুতুল নাচ সার্কাসের পাশাপাশি চুড়ি ফিতা মাটির হাঁড়ি পাতিলের দোকানীরা মাটিতেই পসরা বিছিয়ে রাখে। বৃহস্পতিবার বসবে বউ মেলা। এই মেলা শুধু গায়ের বধূদের জন্য। তারাই নেচে গেয়ে আনন্দ করে। বাঁশখালীতে ঋষিকুম্ভ মেলায় ভক্তের ঢল নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, থেকে জানান, ঊনবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলায় বাঁশখালীর ঋষিধামে সনাতনী সম্প্রদায়ের লাখো ভক্তের ঢল নেমেছে। বিভিন্ন দেশের সাধু-সন্ন্যাসী, ঋষি ও পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত দেশের একমাত্র কুম্ভমেলা। বিভিন্ন দেশের পাশাপাশি দেশের সর্বত্র হতে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ভ্রাতৃত্বের বন্ধনে পরিণত হয়েছে এই মেলা। মেলা পরিদর্শনে আসছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী (এমপি) ও দেশ-বিদেশের ঋষি, সাধু-সন্ন্যাসীগণ।
×