ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণসঙ্গীতের এ্যালবাম করছি ॥ আসাদুজ্জামান রনি

প্রকাশিত: ০৩:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

গণসঙ্গীতের এ্যালবাম করছি ॥ আসাদুজ্জামান রনি

আসাদুজ্জামান রনি। পেশায় একজন শিক্ষক। সৃজনশীল লেখক হিসেবে পরিচিত আছে তার। নিজের ভাল লাগা থেকে কবিতা, প্রবন্ধ ও গান লেখেন। বই মেলায় তার সম্পাদনায় একটি বই এসেছে। নানা মাত্রিক কর্মকা-ের ধারাবাহিকতায় সম্প্রতি তিনি সমাজ সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা হয়। আপনি সৃজনশীল সাহিত্য রচনা করেন। এ পর্যন্ত কতগুলো বই রচনা করেছেন? আসাদুজ্জামান রনি ॥ জীবিকার প্রয়োজনে আমার শিক্ষকতা নয়, লেখালেখির কাজটাও পেশা সংশ্লিষ্ট নয়। শিক্ষকতা শিল্পের মোড়কে অনিন্দ্য এক অস্ত্র আমার। আমি নিজে প্রকৃতির শিক্ষার্থী। পাঠ করতে ভাল লাগে, পাঠদানও ভাল লাগে। দেশের প্রতি নীবির মমত্ববোধ আর পতাকার প্রতি অসীম দায় এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সংস্কৃতি লালন করি। শিক্ষকতা করার কারণে এ পর্যন্ত আমার ২১টি একাডেমিক বই বাজারে বেরিয়েছে। এছাড়া বই মেলায় হারুনার রশীদ খান মুন্নুর জীবনীমূলক রচনা ‘আমার জীবন উপাখ্যান’ শিরোনামের বইটির অনুলিখন, সংকল ও সম্পাদনা করেছি। বইটি বইমেলার প্রথমা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির পরিবেশক অন্যন্যা প্রকাশনী। আপনি গানও লেখেন। এ পর্যন্ত কতগুলো গান লিখেছেন? এ্যালবামের খবরই বা কী? আসাদুজ্জামান রনি ॥ আমি সাধারণত গণসঙ্গীত লিখি। এ পর্যন্ত ৬০-৭০টি গান লিখেছি। এর মধ্যে ‘আমার সকাল’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন বাসুদেব ঘোষ। গানটি তার ‘অভিসারী সময়’ এ্যালবামে রেখেছেন। অচিরেই আমি আমার লেখা একটি ফিউশন গণসঙ্গীত এ্যালাবাম করার চিন্তা করছি। যে এ্যালবামের গানগুলো রচনা, সুর এবং কণ্ঠও আমার থাকবে। এছাড়া আমার রচিত ইংরেজী গানের একটি এ্যালবাম করার চেষ্টা করছি। সম্প্রতি আপনি বিজ্ঞাপনচিত্র কাজ করেছেন। এটা কি ধরনের বিজ্ঞাপন? আসাদুজ্জামান রনি ॥ হ্যাঁ। খুব ভাল একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি আনন্দিত। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর যে কোন শুভ উদ্যোগের সঙ্গে আছি আমি। ঢাকা সিটি কর্পোরেশন ও ওয়াটার এইডের উদ্যোগে এ্যানেক্স কমিউনিকেশনের ব্যানারে তৈনি বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাওন রহমান। মূলত সামাজিক দায় থেকে আর নগরের মানুষ যেন যত্রতত্র পরিবেশ নোংরা না করে, এই সেবা গ্রহণের তাগিদ অনুভব করে সে লক্ষ্যেই আমি অভিনয় করেছি। ঢাকার পাবলিক টয়লেটগুলোর বর্তমান অবস্থা ও নাগরিকবান্ধব সেবা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে দেখা যাবে যে তিনি নগরে স্বাস্থ্যসম্মত ও আধুনিক ব্যবস্থা সম্বলিত পাবলিক টয়লেট দেখে মুগ্ধতা প্রকাশ করি। বিজ্ঞাপনটি টিভি চ্যানেলে শীঘ্রই প্রচার হবে। সমাজের প্রতি এই যে দায়, এটা কিভাবে নিজের মধ্যে এসেছে বলে মনে করেন? আসাদুজ্জামান রনি ॥ আজন্ম আমি দেশ মাতৃকার জন্য অনেকটা খ্যাপাটে। আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে সরাসরি যারা যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা সকলেই সৌভাগ্যবান। আমি তাদের সন্তান। আমি সে সময়ের তরুণ যুবার দলে থাকলে নিঃসন্দেহে সেই কাতারে শামিল হতাম স্বতঃস্ফূর্ততায়। আমার প্রতিবাদী স্বত্বা, জাগরণের স্পৃহা আর মানবিক মূল্যবোধের যে কোন বিষয় আমি চোখ কান বন্ধ করেই সিদ্ধান্ত নেই। আমৃত্যু আমি দেশের জন্য যে কোন রকমের ঝুঁকি নিতেও প্রস্তুত। আগামীতে বিজ্ঞাপন, নাটক বা চলচ্চিত্রে দেখা যাবে? আসাদুজ্জামান রনি ॥ গণমানুষের কল্যাণে আসে, এ রকম যেকোন মাধ্যমেই আমাকে দেখা যেতে পারে। -সাজু আহমেদ
×