ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আমি রফিক বলছি’ নাটকের বিশেষ মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

 মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আমি রফিক বলছি’ নাটকের বিশেষ মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে নতুন নাট্য সংগঠন ঢাকা প্রসেনিয়াম থিয়েটার। দলের প্রথম প্রযোজনা মুক্তিযুদ্ধভিত্তিক আখ্যান ‘আমি রফিক বলছি’ নাটকটি ইতোমধ্যে দর্শক নন্দিত হয়েছে। নাটকটি প্রথমবারের মতো ঢাকার বাইরে প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন নাট্য সংশ্লিষ্টরা। এদিকে নাটকটির পঞ্চম মঞ্চায়ন হলো সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। ওইদিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের সৌজন্যে নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়। মিলনায়তনপূর্ণ দর্শকদের মধ্যে ছিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা। নাটক মঞ্চায়ন শেষে প্রযোজনা, নির্দেশনা এবং মঞ্চদাস রফিক নটবরের অভিনয়শৈলীর প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। নাটক মঞ্চায়ন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেনÑ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা। পাশাপাশি নাটক দেখতে বগুড়া থেকে আসা বগুড়া থিয়েটারের দুই কর্মী দলের কর্মীদের শুভেচ্ছা জানান এবং প্রযোজনার ভূয়সী প্রশংসা করেন। ‘আমি রফিক বলছি’ নাটকের মাধ্যমে ঢাকা প্রসেনিয়াম থিয়েটার তাদের যাত্রা শুরু করেছে। ওপার বাংলার নাট্যকার মানিক রায় চৌধুরী রচিত ‘আমি রফিক বলছি’ নাটকটির নির্দেশনা দিয়েছেন গাজী ফারুক। প্রযোজনায় একক অভিনয় করেছেন মঞ্চদাস খ্যাত অভিনেতা রফিক নটবর। নাটকের প্রযোজনা অধিকর্তা ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লায়ন ভূঁইয়া মুহাম্মদ রাশেদ। নাটকে নেপথ্যে কাজ করেছেন আলোক পরিকল্পনায় সুজন মাহবুব, সঙ্গীতায়জনে আকাশ মল্লিক ও এএইচ জীবন, মঞ্চসজ্জা এহসান মাসুম। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে একাত্তরে আমাদের মুক্তির স্বপ্ন এবং বর্তমান বাস্তবতার আখ্যান। নাটকে একজন শহীদ মুক্তিযোদ্ধার বয়ান তুলে ধরা হয়। নাটকে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা যিনি কবরে গিয়েও শান্তি পান না। একসময় তিনি কবর থেকে উঠে এসে জীবিত মানুষদের কাছে আর্তি জানান যে, স্বপ্ন নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছেন তার বাস্তবায়ন ৪৫ বছরেও হয়নি। এ জন্য তিনি দেশের সব মানুষকে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরদিন ১৫ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় এবং কেরানীগঞ্জের আটি বাজারের বিজয়মেলায় তৃতীয় এবং ২৫ ডিসেম্বর রবিবার ঢাকার বাইরে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত বিজয় মেলার নবম দিন নাটকটির চতুর্থ মঞ্চায়ন হয়। মানিকগঞ্জ জেলা বিজয়মেলা উদযাপন কমিটি ওই মেলার আয়োজন করে। মানিকগঞ্জে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী বিজয়মেলার শেষ দিনে মঞ্চস্থ হওয়ার পর নাটকটি স্থানীয় দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। সর্বশেষ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে নাটকটির পঞ্চম মঞ্চায়ন হলো। ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারণ সম্পাদক লায়ন ভূঁইয়া মো. রাশেদ জানান আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘আমি রফিক বলছি‘ নাটকটির ষষ্ঠ মঞ্চায়ন হবে।
×