ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রয়োজন শুদ্ধ চর্চা

প্রকাশিত: ০৩:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রয়োজন শুদ্ধ চর্চা

বাংলাদেশ ও বাংলা ভাষা। দুটোই বাঙালীর রক্তে অর্জিত। আর আমাদের এই বাংলা ভাষার জন্যে জীবন উৎসর্গের ঘটনা অন্য কোন ভাষার ক্ষেত্রে শোনা যায় না। আমাদের এ মাতৃভাষার প্রতি বাংলার সূর্য সন্তানেরা এতটাই শ্রদ্ধাবনত ও আবেগাপ্লুত ছিল যেÑ ভাষার মর্যাদা রক্ষার জন্য রাইফেলের সামনে পর্যন্ত দাঁড়াতে কুণ্ঠাবোধ করেনি। এটা যেনতেন কোন বিষয় নয়। এ তো মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসার চরম প্রকাশ। তাই তো সমস্ত তেজ ও উদ্যমতা নিয়ে বাংলার দামাল ছেলেরা সক্ষম হয়েছিল মাতৃভাষা বাংলার গৌরব ছিনিয়ে আনতে। আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে বলতে পারছি আমাদের ভাষা অর্জনের কীর্তিগাথা। ভাষা সৈনিকদের প্রধান লক্ষ্যই ছিল মাতৃভাষা অর্থাৎ বাংলাকে প্রতিষ্ঠা কর। কিন্তু আমাদের এ বাংলা ভাষার প্রতি আমরা কতটুকু যতœশীল ও সচেতন! শুদ্ধ চর্চা কতটুকু করতে পারছি! প্রশ্নটি এ কারণে যে, চারদিকে চলছে আজ ভাষা বিকৃতির মহাৎসব। বেশি না, পথে নেমে কান পাতলেই শোনা যায় বিকৃত যত বাংলা উচ্চারণের যতসব কথাবার্তা। যারা বলে তাদের কাছে বাংলা যেন কেমন-কেমন! তাই বাংলা তেমন আসে না। মিশ্র ভাষায় দারুণ তেজ। অনেকের কাছে ইংরেজী ও বাংলার মিশ্রণে তৈরি নতুন ধরনের ভাষা জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিকতার নামে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ব্যবহার, প্রয়োগ এবং উচ্চারণে ভিন্ন ভাষার মিশ্রণ ও শব্দের বিকৃত উপস্থাপন প্রবণতা প্রকটভাবে দেখা যাচ্ছে। আর এই মিশ্রিত ভাষাকে অনেকে বলছে এফএম ভাষা, কেউ বলছে শর্টকার্ট ভাষা আবার কেউ বলছে ব্রদারের ভাষা। নটর ডেম কলেজ, ঢাকা থেকে
×