ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনির হোসেন আকাশ

ভাষার জন্য ভালবাসা

প্রকাশিত: ০৩:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ভাষার জন্য ভালবাসা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে আমরা কত কিছু করি। এর মধ্যে মাসজুড়ে বইমেলা, ভাষা দিবস- এগুলো ফেব্রুয়ারি মাস ছাড়া আমরা চিনি না। আপন বঙ্গাব্দকে বরণ করে চরণ তলে দেয় ফেলে।/আমরা কেবল বর্ষ বরণ বৈশাখী আর বসন্তকে চিনতে পারি।/বঙ্গাব্দকে বধির করে রেখেছি শুধু পারছি না কবর দিতে।/আমি খ্রিস্টাব্দকে বাদ দেওয়ার কথা বলছি না। আমি বলছি আগে বঙ্গাব্দ পরে খ্রিস্টাব্দ। তাই এ বিষয়টা সচল প্রাণবন্ত করে নেয়ার জন্য মিডিয়া এর সফল বলিয়ান কান্ডারী হবে বলে মনে হয়। আমার মায়ের ভাষা বাংলা সকল ভাষাকে সম্মান জানাতে শিখিয়েছে, এটা ভাষা শহীদদের আত্মদান। কিন্তু আমরা এত বেশি জড়িয়ে পড়েছি ফেব্রুয়ারিকে নিয়ে। আমরা ভুলে গেছি কত বঙ্গাব্দে শহীদ হলো তাঁরা। আমাকে কেউ যদি বলে ১৪২৩ বঙ্গাব্দে ৯ ফাল্গুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি চমকে উঠে বলব, না, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস। বায়ান্নের চেতনা। বঙ্গাব্দ নিয়ে কোথাকার হতে নতুন পাগল যত সব প্যাচাল নিয়ে এসেছে। এই আমি বাঙালী বাংলা ভাষাকে এখনও ভাল করে লিখতে পারি না। হাজার ভুলের ছড়াছড়ি। বড় কষ্টের বিষয়টা এখানে, আমরা ইংলিশ মিডিয়াম নিয়ে মস্ত ব্যস্ত। আমরা আমাদের আদরের সন্তানের মাথায় বিশ্ব জয়ের ভূত চাপিয়ে নিজ মাতৃভাষাকে হাসি তামাসার বস্তুতে পরিণত করেছি। কেউ যদি বাংলায় শুদ্ধ বলে তাহলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি। অন্য ভাষা চর্চা ভাল তাই বলে নিজের পায়ে কুড়াল মেরে। আ-মরি বাংলা ভাষা আমার রক্তে পবিত্র হয়ে ওঠা মায়ের ভাষা বিকৃতি এ ভারি লজ্জার ও কষ্টের। আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। মিষ্টি কথা প্রাণের ভাষা/মায়ের হাসি ভালোবাসা।/লক্ষ প্রাণের স্বপ্ন সেথা/বাংলা আমার গল্প গাঁথা। বলছি আমি বড়াই করে/মায়ের ভাষা শ্রদ্ধা ভরে/সবার আগে আপন ভাষা/অফিস কোর্টে বাংলা ভাষা। এই হোক আমাদের অঙ্গীকার বাংলা ভাষা শুদ্ধতা সুন্দর লেখা বলা আন্তরিক যতœবান। আমাদের ভালবাসায় ভাষা হোক প্রাণবন্ত সজীব। ব্রাহ্মণবাড়িয়া থেকে
×