ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেকে ‘বৃক্ষমানবী’ সাহানার মুখের অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ০৮:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ঢামেকে ‘বৃক্ষমানবী’ সাহানার মুখের অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ টানা দশ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত ট্রি-ম্যান রোগের শিকার সাহানার মুখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢামেক বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার শুরু হয়ে দুপুর দেড়টায় সম্পন্ন হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন বলেন, ‘মাত্র এক ঘণ্টার মধ্যেই সাহানার মুখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। তার মুখের শিকড় কেটে ফেলা হয়েছে। মুখে এখন ব্যান্ডেজ করা আছে। আপাতত দুদিন এভাবেই থাকবে তারপর ড্রেসিংয়ের জন্য খোলা হবে।’ বিনা খরচে সাহানার এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বলেও জানান এ চিকিৎসক। সাহানার সঙ্গে আছেন তার বাবা শাহজাহান। ছায়ার মতো মেয়ের পাশে থেকে তার খেয়াল রাখছেন তিনি। সাহানার বাবা বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টায় সাহানার অস্ত্রোপচার করার কথা থাকলেও ওটিতে নিতে নিতে সাড়ে ১২টা বেজেছিল। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। অস্ত্রোপচারের আগে সাহানার বিষয়ে করণীয় ঠিক করতে শনিবার চিকিৎসকেরা বৈঠক করেন। বৈঠকে তার অস্ত্রোপচার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। দশ বছর বয়সী সাহানার মুখে চার মাস আগে ছোট ছোট শিকড়ের মতো গজাতে দেখা যায়। কিছুদিনের মধ্যেই সেগুলো বাড়তে শুরু“করে। এরপর স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে তার বাবা শাহজাহান সাহানাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা বলছেন, ‘সাহানা বিরল রোগে আক্রান্ত। তবে তার শরীরে এ রোগের মাত্রা অনেক কম। তাকে দ্রুত সারিয়ে তোলা সম্ভব হবে।’ গত ২৯ জানুয়ারি সাহানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
×