ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নতুন ইসির অধীনে নির্বাচনে অংশ নেবে ॥ কাদের

প্রকাশিত: ০৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি নতুন ইসির অধীনে নির্বাচনে অংশ নেবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে তিনি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোন অবকাশ নেই। অতীতের মতো ভুল এবারও করলে বিএনপি আরও কতটা সঙ্কুচিত হবে তা তাদের মধ্যে যাদের বুদ্ধিশুদ্ধি আছে, তারা ভাল করেই জানেন। বিএনপির দেয়া তালিকা অনুযায়ী সবাইকে দিয়ে ইসি গঠন করা হলেও তারা বলত মানি না, এটা তাদের পুরনো চরিত্র। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘সিভিল ফেস্ট-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি করেছেন। এ কমিটির সুপারিশে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আওয়ামী লীগের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই। ‘মন্ত্রী হয়েছি বলে ঘুমিয়ে থাকব, তা হয় না’ ॥ এর আগে সিভিল ফেস্টের সমাপনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হয়েছি বলে ঘুমিয়ে থাকব, ঘরে বসে আর মঞ্চে থাকব- তা হয় না। আমি রাস্তার মন্ত্রী। প্র্যাক্টিক্যালি কাজের মন্ত্রী হতে চাই। তিনি বলেন, সরকারের সামনে সময় খুবই কম। কিন্তু কাজ বেশি। তাই পরিশ্রমের বিকল্প নেই। তিনি বলেন, আমি যখন চোখের সামনে যানজটের লম্বা লাইনে বাসের মধ্যে বৃদ্ধ লোকের অসহায় চোখের দিকে তাকাই অথবা সন্তান কোলে কোন মাকে যানজটে আটকে থাকতে দেখি, তখন নিজেকে সফল মনে করি না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্ট্রাটিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ প্রমুখ।
×