ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

নূরুল হুদার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরা হতাশ ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৭

নূরুল হুদার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরা হতাশ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ইসি গঠনের ২৬ ঘণ্টা পর দেয়া প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হতাশ। এই নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দলের পক্ষে প্রতিক্রিয়া জানান ফখরুল। এ সময় ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনের পর আমরা নিরাশ, হতাশ। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালে জনতার মঞ্চের সংগঠক ছিলেন কে এম নূরুল হুদা। একজন বিতর্কিত সাবেক সরকারী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কোন প্রতিষ্ঠান নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারবে না। কে এম নূরুল হুদার বিএনপির বিরুদ্ধে ক্ষোভ ও সরকারের প্রতি অনুরাগ থাকতে পারে আশঙ্কা করে তিনি বলেন, নতুন সিইসির নেতৃত্ব সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাতে করে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকারের বিষয়ে আমাদের প্রস্তাবের যৌক্তিকতা বেড়ে গেছে। সোমবার সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নির্বাচন কমিশনের (ইসি) বাকি সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদত হোসেন চৌধুরী। সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকে রাষ্ট্রপতি এই পাঁচ জনকে নিয়োগ দেন।
×