ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে আলোচনা

‘পরাজয় নিশ্চিত জেনেই দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালান খালেদা’

প্রকাশিত: ০৮:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

‘পরাজয় নিশ্চিত জেনেই দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালান খালেদা’

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই গণতন্ত্রকে হত্যা করার জন্য নির্বাচনে না এসে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্ব দিয়ে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন। বিএনপি এখন কোন গণতান্ত্রিক দল নয়, জঙ্গী-সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসী ষড়যন্ত্রের দলে পরিণত হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের সাধারণ আলোচনায় অংশ নেন তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সরকারী দলের এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তানভীর ইমাম, মাহফুজুর রহমান, আবদুল মালেক, আলী আজম, ইউনুস আলী সরকার, বেগম নিলুফার জাফর উল্লাহ, পিনু খান, বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টি (জেপি)’র মোহাম্মদ রুহুল আমিন ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, শান্তি-উন্নয়ন-প্রগতি-সমৃদ্ধিসহ সব দিক থেকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক নিজেই বলেছে- বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। মৃণাল কান্তি দাস বলেন, এতিমের টাকা আত্মসাতকারী ও দুর্নীতিবাজ তারেক রহমানের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। জাতীয় পার্টির খোরশেদ আরা হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই একটি অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। সরকারী দলের আবদুল মালেক বলেন, নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের আমলে করা এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার বাদ দেয়া হয়েছে। আলী আজম বিএনপি-জামায়াত জোটের ক্ষমতায় থাকার সময় ভয়াবহ দুঃশাসন-নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, তাদের ৫ বছরে আওয়ামী লীগের একটি নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। কাজী নিলুফার জাফর উল্লাহ বলেন, দেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়ক দিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সামনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি বিল পাস ॥ দারিদ্র্যবিমোচনে আরও সুসংগঠিতভাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকে পরিচালনার লক্ষ্যে মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল ২০১৭’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধীদলীয় সদস্যরা। কিন্তু সেই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ২০১১ সালে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায়ে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলো বাতিল হয়ে গেলে এ সংক্রান্ত আইনটিও রহিত হয়ে যায়। পরবর্তীতে আইনী শূন্যতা দূর করতে এই বিলটি আনা হয়। তিন হাজার কোটি টাকার তহবিল ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৪০ হাজার ২১৩টি সমিতির ২২ লাখ পরিবার তথা ১ কোটি ২০ লাখ মানুষের ৩ হাজার ১৪ কোটি টাকার তহবিল গড়ে দেয়া হয়েছে। এ অর্থের মালিক দরিদ্র জনগোষ্ঠী, এটা তাদের স্থায়ী আমানত, এ অর্থ তাদের। সরকার কখনও এ অর্থ ফেরত নেবে না। মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। অদৃশ্য শক্তির ইশারায়... ॥ অদৃশ্য শক্তির ইশারায় নিজের নির্বাচনী এলাকা শেরপুরে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি বলেন, অদৃশ্য শক্তির ইশারায় ও প্রশাসনের ছত্রছায়ায় নিজ নির্বাচনী এলাকা শেরপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে হুইপ আতিউর রহমান এ বিষয়ে সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন। হুইপ আতিক বলেন, কিছুদিন আগে সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই সূত্র ধরে আমার জেলা শেরপুরেও হয়েছে। সেখানে আমাদের দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ন কবির রোমান পাস করেছে। পাস করার পর শেরপুরে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
×