ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক জাতীয় ফুটবলার বাবু আর নেই

প্রকাশিত: ০৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

সাবেক জাতীয় ফুটবলার বাবু আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার আক্তারুজ্জামান খান বাবু (৫৮) সোমবার ভোরে ভারতের ভেলোর ক্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আক্তারুজ্জামান বাবু ১৯৮২-৮৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন এবং সুনামের সঙ্গে ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারী ক্লাব, সূর্যতরুণ ফুটবল ক্লাবসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। আক্তারুজ্জামান খান বাবুর মৃত্যুতে বাফুফে আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। পদকজয়ীদের সংবর্ধনা দিল বিওএ স্পোর্টস রিপোর্টার ॥ গত জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমস এবং রাশিয়ার ইকুশিয়ায় জুলাইয়ে অনুষ্ঠিত চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে পদকপ্রাপ্ত বাংলাদেশী এ্যাথলেটদের সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু এবং স্পেশাল অলিম্পিকসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ-উদ দৌলা। স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমসে বাংলাদেশ দল ৬টি ডিসিপ্লিনে ১৮ স্বর্ণ, ২২ রৌপ্য এবং ১৪ তাম্রপদক এবং চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে আরচারি মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ১ স্বর্ণ এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ১ রৌপ্যপদক লাভ করে। পদকপ্রাপ্ত খেলোয়াড়দের বিওএ থেকে মোট ছয় লাখ চুরাশি হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। ইনজুরিতে অমিত মিশ্র, ভারত দলে কুলদীপ যাদব স্পোর্টস রিপোর্টার ॥ হায়দরাবাদ টেস্টের একদিন আগে স্বাগতিক ভারতের জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে ছিটকে গেলেন লেগস্পিনার অমিত মিশ্র। তার পরিবর্তে তরুণ কুলদীপ যাদবকে নেয়া হয়েছে। হাঁটুর চোটের জন্য মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মিশ্র। স্পেশালিস্ট লেগস্পিনার ইংল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে টি২০ ম্যাচে ইনজুরিতে পড়েন। নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডতে এবং সর্বশেষ ইংলিশদের বিপক্ষে টি২০ সিরিজে দারুণ বোলিং করেন মিশ্র। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে নজর কাড়া নৈপুণ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার যাদব। উত্তর প্রদেশের ২২ বছর বয়সী প্রতিভাবান বোলারের দুই ইনিংসের ফিগার ১/৩২ ও ২/২। ১৬ ফেব্রুয়ারি ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দলেও রয়েছেন তিনি। ইরানী কাপে ছিলেন রেস্ট অব ইন্ডিয়া একাদশে। ২২টি প্রথমশ্রেণীর ম্যাচে কুলদীপের ঝুলিতে রয়েছে ৮১ উইকেট। ভারত টেস্ট দলের মূল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন জয়ন্ত যাদবও। তারসঙ্গে কুলদীপ যুক্ত হলেন। এরআগে উরুর চোটে ছিটকে যান প্রতিপক্ষ বাংলাদেশী ওপেনার ইমরুল কায়েস। তার স্থলে তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়া হয়েছে। খেলা মাঠে গড়ানোর আগে এবার স্পেশালিস্ট লেগস্পিনার মিশ্রকে হারাল বিরাট কোহলির ভারত।
×